২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২০ লাখ

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২০ লাখ - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর আজ পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ১ হাজার ৮২ জন প্রাণ হারিয়েছে। বুধবার জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় বৃহস্পতিবার ০০৩০টা) বাল্টিমোরভিত্তিক ওই প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, এনিয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১২ হাজার ৮৩৩ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯৯ হাজার ৩১৩ দাঁড়ালো। অর্থাৎ দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ লাখের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি। তবে বৃটেন, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হার কম।

গত দুই সপ্তাহ ধরে করোনাভাইরাসে প্রতিদিনের হিসাবে মৃতের সংখ্যা হ্রাস পেয়ে কয়েকদিন ধরেই এক হাজারের নিচে নেমে এলেও আজ এ সংখ্যা ফের হাজার ছাড়ালো। তবে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রবণতা প্রায় একই রকম রয়েছে।

এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

গত মধ্য এপ্রিলে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে একদিনে মৃতের সংখ্য ৩ হাজার ছাড়িয়ে যেতে দেখা যায়।

তবে টেক্সাস ও নর্থ ক্যারোলিনায় এক মাস আগের তুলনায় বর্তমানে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত আরো বেশি রোগী ভর্তি হতে দেখা যাচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় পাঁচ লাখ মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। দেশের জনগণের করোনা পরীক্ষার দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে।

ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির গবেষকদের মতে, স্বাধীনতা দিবস ৪ জুলাই নাগাদ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে প্রায় এক লাখ ৩০ হাজারে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। মহামারি সংক্রান্ত ১১টি মডেল থেকে তারা দেশটিতে করোনায় মৃত্যুর এমন ধারণা দেন।


আরো সংবাদ



premium cement
এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য

সকল