২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মাস্কে আমাকে দেখতে আরো ভালো লাগে

মাস্কে আমাকে দেখতে আরো ভালো লাগে - সংগৃহীত

মাস্ক তার ‘পোষায়’ না বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে মার্কিন মুলুকে বিস্তর পানিঘোলা হয়। সমালোচকরা বলতে থাকেন করোনা মহামারি আমেরিকায় হাজার হাজার মানুষের প্রাণ নিলেও দেশের প্রেসিডেন্ট কি করে আপন খেয়ালে চলার সাহস পান। কিন্তু ট্রাম্প স্বভাব যত দম্ভে সমালোচনাগুলোকে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিতেন। বৃহস্পতিবার বিখ্যাত গাড়ি নির্মাণ সংস্থা ফোর্ডের কারখানা পরিদর্শনে গিয়ে মাস্ক পরার ক্ষেত্রে খানিকটা যেন অন্য পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সফর নিয়ে যতটা না হইচৈই হয়েছিল, তার চেয়ে বেশি সাড়া পরেছিল তাঁর মাস্ক পরা নিয়ে। তবে মাস্ক পরলেও ধরা দিলেন না ক্যামেরার সামনে। সাংবাদিকদের সামনে আসার আগে সেই মাস্ক খুলে ফেলেন তিনি।

এনিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প খানিকটা রসিকতার সুরে বলেন, ‘আমারও ছিল, ভিতরে আমি মাস্ক পরেছিলাম। আমি মাস্ক পরেছি দেখিয়ে সাংবাদিকদের আনন্দ দিতে চাইনি।’ করোনা রুখতে ভেন্টিলেটর ও সুরক্ষা সরঞ্জাম তৈরি করছে ফোর্ড। কারখানায় ঢুকতে হলে প্রত্যেকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। তবে ট্রাম্পের ক্ষেত্রে মাস্ক পরা উচিত কি না এপ্রসঙ্গে ফোর্ডের চেয়ারম্যান বিল ফোর্ড অবশ্য বলেন, ‘প্রেসিডেন্ট মাস্ক পরবেন কি না, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।’ ট্রাম্প হাসতে হাসতে বলেন, ‘সত্যি কথা বলতে, মাস্কে আমাকে দেখতে আরো ভালো লাগে।’

সূত্র : বর্তমান


আরো সংবাদ



premium cement