১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

করোনা বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

- ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের এবার আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। দেশটির পশ্চিমাঞ্চলীয় নেভাদা রাজ্যে ওই ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ছিল ৬ দশমিক ৫।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩ মিনিটে) নেভাদার টোনোপাহ শহরের ৫৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

কেন্দ্রস্থল অনেক দুর্গম এলাকায় হলেও এতে নিকটস্থ বেকার্সফিল্ড, ফ্রেসনো ও সাকরামেন্টোর মতো এলাকাগুলোও কেঁপেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

কিছু সংবাদমাধ্যম জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশপাশেই গত ক’দিন ধরে রিখটার স্কেলে ৩ মাত্রার হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের মাত্রা তীব্র হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

চীন থেকে ছড়ানো প্রাণঘাতী এ ভাইরাসে সমগ্র বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে প্রথম স্থানে যুক্তরাষ্ট্র। সবশেষ হিসেবে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে ১৪ লাখের বেশি মানুষ। মারা গেছেন প্রায় ৮৭ হাজার জন।

এই বিপর্যয়ের মধ্যে ভূমিকম্প সেখানকার জনগণের মনে আতঙ্ক ছড়িয়েছে।

সূত্র : ইউএসএ টুডে


আরো সংবাদ



premium cement