২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
করোনাভাইরাস

যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় দিনের মতো প্রায় ২০০০ মৃত্যু

যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হলো। - ছবি : বিবিসি

যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হলো।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ১,৯৭২ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এএফপি'র হিসাবে তার আগের দিন যুক্তরাষ্ট্রে মারা যায় ১,৯৩৯ জন।

এনিয়ে যুক্তরাষ্ট্রে মোট ১৪ হাজার ৬৯৫ জনের মৃত্যু হলো এবং কোভিড-১৯ এ আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৩১ হাজার ৮৩৮ জনে।

যুক্তরাজ্যেও মৃত্যুর সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। বুধবার একদিনে সেখানে মারা গেছে ৯৩৮ জন।

ওদিকে এ সপ্তাহের শুরুতে স্পেনে আক্রান্তের সংখ্যা কমতে থাকলেও গত দু'দিন ধরে সেখানে আবারো মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নতুন তথ্যের হিসেবে সারাবিশ্বে প্রায় ১৫ লাখ লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯০ হাজার মানুষের।

ডোনাল্ড ট্রাম্পের সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বন্দ্ব
বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে - মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে সংস্থাটির সততা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর বুধবার আবারো একই ধরণের অভিযোগ তোলেন তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন বন্ধ করে দেয়ার হুমকিও দেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রমাগত কটূক্তির শিকার হওয়ার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছে।

বুধবার সংস্থাটির মহাসচিব টেড্রোস ঘেব্রেয়েসাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমের সমর্থন দিয়েছেন এবং কোভিড-১৯ এর রাজনীতিকরণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিশ্ব সংস্থাকে অর্থায়ন বন্ধ করা হবে কিনা সে বিষয়ে চিন্তা করবেন তিনি।

ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে 'চীনকেন্দ্রিক' বলে অভিযোগ তোলেন এবং তারা মহামারির প্রতিক্রিয়ায় 'ভজঘট' করেছে বলে সমালোচনা করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস ঘেব্রেয়েসাস ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘আমরা প্রত্যেক দেশের সাথে আছি, আমরা বর্ণে ভেদাভেদ করি না।’

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে মন্তব্য করা মার্কিন প্রেসিডেন্ট বুধবার সংবাদ সম্মেলনে আবারো বলেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচিত 'নিজেদের লক্ষ্য স্থির করা।'

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যুক্তরাষ্ট্র সহায়তা করবে কিনা, তা ঠিক করতে তারা গবেষণা করবে বলে মন্তব্য করেন ট্রাম্প।

মহামারি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সমালোচনা করার প্রেক্ষিতেই ডোনাল্ড ট্রাম্প উল্টো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কী বলেছেন?
বুধবার টেড্রোস ঘেব্রেয়েসাস বলেন, ‘দয়া করে জাতীয় পর্যায়ে ঐক্য বজায় রাখুন, কোভিডকে রাজনীতির স্বার্থে ব্যবহার করবেন না।’

‘দ্বিতীয়ত, বৈশ্বিক পর্যায়ে আন্তরিকভাবে একতা রক্ষা করুন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের কাছ থেকে সৎ নেতৃত্ব দেখতে চাই।’

‘সবচেয়ে ক্ষমতাধরদের নেতৃত্ব দেয়া উচিত এবং কোভিড পলিটিক্সকে কোয়ারেন্টাইন করে রাখা উচিত।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবের মন্তব্যকে দেখা হচ্ছে সংস্থাটির বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেছিলেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'চীনের প্রতি পক্ষপাত' রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সবচেয়ে বেশি অর্থ সহায়তা করা দেশগুলোর মধ্যে একটি যুক্তরাষ্ট্র। সংস্থাটির তথ্য অনুযায়ী তাদের মোট বাজেটের ১৫% দেয় যুক্তরাষ্ট্র।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংবিধান বিরোধী নয় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুরের ইন্তেকাল থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের

সকল