২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

যুক্তরাষ্ট্রে দুই কংগ্রেস সদস্য করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে দুই কংগ্রেস সদস্য করোনায় আক্রান্ত - ছবি : সংগৃহীত

এবার করোনভাইরাসে আক্রান্ত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দি রিপাবলিকান দলের সংসদ সদস্য মারিও দিয়াজ বালার্ট ও ডেমোক্রেট দলের বেন ম্যাক এ্যাডামস।

বুধবার মার্কিন কংগ্রেসের ফ্লোরিডা প্রতিনিধি মারিও দিয়াজ বালার্টের করেনাভাইরাস ধরা পড়ে। প্রথম কোনো কংগ্রেসম্যান হিসেবে আক্রান্ত হলেন তিনি।

বালার্টের করোনায় আক্রান্তের বিষিয়টি নিশ্চিত করেছেন মিয়ামি শহরের মেয়র ফ্রান্সিস সুয়ারেজ। তিনি বলেন, তাকে সিডিসি নির্দেশণায় তার নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মারিও দিয়াজ বালার্ট বলেন, আমি আমার মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ প্রত্যক্ষ করিনি। ফলে করোনা প্রতিরোধে কংগ্রেসের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছিলাম। এ মহামারি প্রতিরোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণে সহায়তা করতে ট্রাম্প প্রশাসনের কর্তাদের সংস্পর্শে থাকতে হচ্ছিল।

অপরদিকে ২য় আক্রান্ত কনগ্রেসম্যান হলেন ডেমোক্রেট দলের বেন ম্যাক এ্যাডামস। এ্যাডামস বলেন, শনিবার থেকে সামন্য ঠাণ্ডা অনুভব করছিলাম। লক্ষণগুলো ধীরে ধীরে খারাপ হচ্ছিল। এক সময় আমার জ্বর আসে সাথে শুকনো কাশি, শ্বাঃসকষ্ট। আমি নিজেই কোয়ারেন্টাইনে চলে যাই।

তিনি করোনা পরীক্ষা করেন মঙ্গলবার। বুধবার করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে। এরপর থেকে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

সূত্র : আল আরাবিয়া


আরো সংবাদ



premium cement