২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

‘চীনে করোনা ছড়িয়েছে মার্কিন সেনারা’ বক্তব্যের জবাব দিলো যুক্তরাষ্ট্র

- ছবি : সংগৃহীত

নতুন করোনাভাইরাস কোভিড-১৯ উহানে মার্কিন সেনাবাহিনী ছড়িয়ে থাকতে পারে বলে চীনা বক্তব্যের কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রে। উহান থেকে কোভিড-১৯’র মহামারির শুরু হয়ে বর্তমানে এটি বিশ্ব-মহামারির রূপ ধারণ করেছে।

গত সপ্তাহে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান অভিযোগ করেছিলেন যে কোভিড-১৯ হয়ত মার্কিন সেনাবাহিনী উহানে নিয়ে গিয়েছিল।

চীনা পলিটব্যুরো উচ্চপদস্থ সদস্য ইয়াং জেইচির সঙ্গে টেলিফোন সংলাপের সময় এ বক্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইয়াং জেইচি এবং মাইক পম্পেওর টেলিফোন সংলাপের বক্তব্য প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

এতে বলা হয়েছে, ঝাওয়ের বক্তব্যের মাধ্যমে করোনা ১৯’র দায়ভাগ আমেরিকার ওপর চাপিয়ে চেষ্টা করা হয়েছে। এ বক্তব্যের বিরুদ্ধে আমেরিকার কঠোর প্রতিবাদ ব্যক্ত করে পম্পেও বলেন, এখন ভুল তথ্য এবং লাগামহীন গুজব ছড়িয়ে দেয়ার সময় নয়। তিনি বলেন, সব দেশকে এগিয়ে আসার এবং করোনা বিরোধী লড়াইয়ের সময় এটি।

ঝাওয়ের বক্তব্যকে কেন্দ্র করে গত সপ্তাহে ওয়াশিংটনের চীনা রাষ্ট্রদূতকে তলব করেছিল আমেরিকা। পার্সটুডে।


আরো সংবাদ



premium cement