১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

টাইম ম্যাগাজিনে ভুয়া কভার : অবিশ্বাস্য জালিয়াতিতে অস্বস্তিতে ট্রাম্প প্রশাসন

টাইম ম্যাগাজিনে ভুয়া কভার : অবিশ্বাস্য জালিয়াতিতে অস্বস্তিতে ট্রাম্প প্রশাসন - ছবি : সংগৃহীত

ভুয়া তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উচ্চপদে চাকরি করার অভিযোগ ওঠেছে এক নারীর বিরুদ্ধে। জানা গেছে, মীনা চ্যাং নামে ওই নারী বিখ্যাত টাইম ম্যাগাজিনের কভারে নিজের ছবি বসিয়ে একটি বিশেষ সংখ্যা তৈরী করেন। পরে আইএস, বোকো হারামের মতো উগ্রপন্থী সংগঠনগুলোর প্রভাব কমাতে কী পদক্ষেপ নেয়া হয়েছে, সেই সংক্রান্ত এক সাক্ষাৎকারে এনিয়ে প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন, বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে তার সংস্থা ড্রোন প্রযুক্তি ব্যবহার করেছিল। সেই কারণেই টাইম ম্যাগাজিনের কভারে তার ছবি ছাপা হয়েছিল। সঙ্গে লেখা ছিল, ‘উই চেঞ্জ দি ওয়ার্ল্ড: মর্ডার্ন হিউম্যানিটারিয়ান ইন দি ডিজিটাল এজ’।

কিন্তু পরে মার্কিন এক সংবাদসংস্থার তদন্তে জানা যায়, গোটা বিষয়টি মিথ্যে। নিজের ছবি বসিয়ে টাইম ম্যাগাজিনের ওই ভুয়া সংখ্যাটি তৈরি করেছিল মীনা। এই ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে পড়ে ট্রাম্প প্রশাসন।

আরো জানা গেছে, শুধুমাত্র টাইম ম্যাগাজিনের কভারই নয়, নিজের জীবনপঞ্জিতেও বেশ কিছু মিথ্যে তথ্য দিয়েছিলেন ৩৫ বছর বয়সী মীনা চ্যাং। সেখানে নিজেকে হার্ভার্ড বিজনেস স্কুলের সাবেক শিক্ষার্থী বলে উল্লেখ করেছিলেন তিনি। নিজের ট্যুইটার ও লিঙ্কডিন প্রোফাইলেও তা উল্লেখ করেছিলেন মীনা। যদিও পরে জানা যায়, হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ নয়, মাত্র আট সপ্তাহের ‘অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম’-এর কোর্স করেছিলেন।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যুরো ফর এশিয়ার উচ্চপদে প্রোমোশনের জন্য মীনার নাম বিবেচিত হলেও সেপ্টেম্বর মাসে তা প্রত্যাহার করা হয়। কী কারণে এই পদক্ষেপ, তা নিয়ে হোয়াইট হাউস বা পররাষ্ট্র দপ্তরের তরফে কোনো বিবৃতি দেয়া হয়নি। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, কোনো কর্মকর্তা এই সংক্রান্ত প্রশ্নের জবাব দেননি।
সূত্র : বর্তমান

 


আরো সংবাদ



premium cement
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২

সকল