২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

খুনিকে আদালতেই জড়িয়ে ধরে ক্ষমা নিহতের ভাইয়ের

খুনিকে আদালতেই জড়িয়ে ধরে ক্ষমা নিহতের ভাইয়ের - ছবি : সংগ্রহ

প্রতিবেশী কৃষ্ণাঙ্গ যুবককে হত্যা করেছিলেন তিনি। ওই অপরাধে ১০ বছর কারাদণ্ডও পেলেন। এ অবশ্য চেনা ছবি। কিন্তু তারপর যা হলো, তাতে বিচারক থেকে শুরু করে আইনজীবী সকলেই হতবাক।

আমেরিকার ডালাসের এক আদালতে রায় ঘোষণার পর অপরাধীকে জড়িয়ে ধরলেন নিহতের ভাই। আর বললেন, 'আর পাঁচ জনের মতো আপনাকেও ভালোবাসি। আমি চাই না আপনি জেলের মধ্যে পচে মরুন। আমি ব্যক্তিগতভাবে আপনার মঙ্গল কামনা করি।'

অপরাধী ডালাসের সাবেক পুলিশ অফিসার আম্বার গাইঘের। নিহত ওই কৃষ্ণাঙ্গ তরুণের নাম বোথাম জিন। আম্বারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের জেরে খুনের অভিযোগ আনা হয়। যদিও সাবেক ওই অফিসার আম্বারের দাবি, ঘটনার দিন তিনি ভুল করে বোথামের ফ্ল্যাটে ঢুকে পড়েন। ঘটনাচক্রে ২৬ বছরের ওই যুবক তখন মদ্যপান করছিলেন, ফ্ল্যাটের দরজা ছিল খোলা।

আম্বারের যুক্তি, ওই ফ্ল্যাটটিকে তার নিজের ফ্ল্যাট বলে ভুল করেছিলেন এবং সেখানে কোনো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢুকে পড়েছে ভেবে গুলি চালান তিনি। গুলি লাগে বোথামের বুকে, মারা যান তিনি।

আম্বারের শাস্তি ঘোষণার পর আদালতে তখন চরম নিস্তব্ধতা। হঠাৎই বিচারক ট্যামি কেম্পের কাছে বোথামের ভাই ব্র্যান্ড জিন আর্জি জানান, 'জানি না, এটা সম্ভব কি না, একবার কি আম্বারকে জড়িয়ে ধরতে পারি?'

বিচারক কেম্প অনুমতি দিলে ধীরে ধীরে এগিয়ে এসে ভাইয়ের হত্যাকারীকে জড়িয়ে ধরে করে বলেন, 'আমার পরিবার কিংবা অন্য কারো সামনে এটা কখনো বলে উঠতে পারব না যে আমি এটা চাই না যে আপনি জেলে যান, আমি চাই আপনি যেন সেরাটুকুই পান, বোথাম বেঁচে থাকলেও এটাই চাইত। আর সেটা একমাত্র যিশুর চরণে নিজেকে সমর্পণের মাধ্যমেই পাওয়া সম্ভব।'
সূত্র : পূবের কলম

 


আরো সংবাদ



premium cement
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান আর নেই বিএনপি নেতাকর্মীদের সম্পত্তি দখলের অভিযোগ খণ্ডালেন ওবায়দুল কাদের আটকের পর নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হলো ইউপি চেয়ারম্যানকে বদর যুদ্ধে যারা শহীদ হয়েছেন পণবন্দী জাহাজ ও ক্রুদের মুক্ত করার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল ভ্যানচালকের লাশ বাল্টিমোর সেতু ভেঙে নদীতে পড়া ট্রাক থেকে ২ জনের লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪ সুইডেনে বসবাসের অনুমতি বাতিল কুরআন পোড়ানো শরণার্থীর ভালো আছেন খালেদা জিয়া

সকল