২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইরানকে ইইউ’র ত্রাণ দেয়ার পরিকল্পনার সমালোচনা ওয়াশিংটনের

-

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে, ইরানের জন্য ইউরোপীয় ইউনিয়নের ত্রাণ সহায়তার পরিকল্পনা দেশটির সরকারকে ‘ভুল সময়ে ভুল বার্তা’ পাঠাবে।
শুক্রবার ইরান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের এই ২ কোটি ৭০ হাজার মার্কিন ডলারের সহায়তা প্যাকেজটি ‘ইরান সরকারকে এর জনগণের আকাক্সক্ষাকে অবহেলা ও অর্থবহ পরিবর্তন না ঘটানোর শক্তি যোগাবে।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
হুক বলেন, ‘আয়াতুল্লাহর হাতে আরো অর্থের মানে ওইসব ইউরোপীয় দেশগুলোতে আরো হত্যাকা- চালানো।’
হুক জানান, ইরানী জনগণ সে দেশের সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং সন্ত্রাসে ব্যাপক বিনিয়োগ ও বিদেশী সংঘাতের কারণে সত্যিকার আর্থিক সংকটে রয়েছে।
তিনি বলেন, ‘ইরানের জনগণকে সত্যিকার অর্থেই সমর্থন দিতে এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য দেশটির সরকারের হুমকি ঠেকাতে একটি টেকসই সমাধানের জন্য’ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে একযোগে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার ইরানের এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়।
ইউরোপীয় কমিশনের এক বিবৃতি অনুযায়ী, ইরানে বেসরকারি খাতের উন্নয়নসহ টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পে এ অর্থ ব্যয় হবে।


আরো সংবাদ



premium cement