১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

পার্লামেন্ট থেকে পদত্যাগ বরিস জনসনের

বরিস জনসন - ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্ট থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। ‌'পার্টিগেট' কেলেঙ্কারি নিয়ে পার্লামেন্টারি তদন্তের প্রেক্ষাপটে তিনি নিজেই সরে গেলেন।

জনসন (৫৮) শুক্রবার তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, এ দিন থেকেই তা কার্যকর হবে। তার এই পদত্যাগ তার উত্তরসূরী প্রধানমন্ত্রী ঋষি সুনকের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

জনসন কভিড-১৯ নিয়ম নিয়ে পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেন কিনা তা নিয়ে পার্লামেন্টারি তদন্ত শুরু হয়েছে। দোষী সাব্যস্ত হলে পার্লামেন্টের এই কমিটি তাকে ১০ দিনের বেশি সাসপেন্ড করতে পারবে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement