২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন

আফগানিস্তানে প্রবেশে শাস্তির বিধান আনছে ব্রিটেন!

ব্রিটিশ পার্লামেন্টে অধিবেশন - ছবি : রয়টার্স

আফগানিস্তানে নিজেদের নাগরিকদের প্রবেশে ১০ বছর কারাদণ্ডের শাস্তির বিধানের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে ব্রিটিশ সরকার। বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে এই খবর জানানো হয়।

খবরে বলা হয়, ব্রিটেন নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ অঞ্চলের 'কালো তালিকায়' আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা করা হচ্ছে। ওই অঞ্চলগুলোতে কোনো ব্রিটিশ নাগরিকের যাওয়ার বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

সরকারি সূত্রের বরাতে টেলিগ্রাফের খবরে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভবিষ্যত মোকাবিলায় সব সুযোগ পর্যবেক্ষণ করছে। ব্রিটিশ নাগরিকদের জন্য তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে প্রবেশের নিষেধাজ্ঞা এর মধ্যে একটি।

এর আগে গত ১৫ আগস্ট রাজধানী কাবুলে প্রবেশের মধ্য দিয়ে প্রায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় দেশটির সশস্ত্র রাজনৈতিক সংগঠন তালেবান।

২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রসজ্জ্বিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার পিছু হটে।

তবে একটানা দুই দশক যুদ্ধ চলে দেশটিতে।

দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।

চুক্তি অনুসারে ক্ষমতাসীন থাকা মার্কিন সমর্থনপুষ্ট আফগান সরকারের সমঝোতার জন্য তালেবান চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্যে পুরো দেশের নিয়ন্ত্রণে অভিযান চালাতে শুরু করে তালেবান। মে থেকে অভিযান শুরুর পর সাড়ে তিন মাসের মাথায় ১৫ আগস্ট রাজধানী কাবুলের অধিকার নেয় তালেবান যোদ্ধারা।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের

সকল