১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

তর্জনগর্জন সত্ত্বেও ইইউ-র সঙ্গে আলোচনা চায় ব্রিটেন

- ছবি : সংগৃহীত

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন গত শুক্রবারের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী বোঝাপড়া চূড়ান্ত করার সময়সীমা স্থির করে দিয়েছিলেন৷ কিন্তু ইইউ শীর্ষ সম্মেলনে উপস্থিত নেতারা সেই হুঁশিয়ারি গ্রাহ্য করেননি৷ বরং মতমার্থক্য দূর করতে তারা আরো কিছুদিন আলোচনার প্রস্তাব রেখেছিলেন৷ জবাবে জনসন সরাসরি সেই প্রস্তাবে সাড়া না দিয়ে চুক্তিহীন ব্রেক্সিটের প্রস্তুতি শুরু করার আহ্বান জানিয়েছেন৷

জনসনের মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী মাইকেল গোভ বলেন, আলোচনার জন্য ব্রিটেনের দ্বার পুরোপুরি খোলা রয়েছে৷

রোববার স্কাই নিউজ চ্যানেলকে গোভ বলেন, তিনি এখনো চুক্তি চাইলেও সেটি সম্ভব করতে উভয় পক্ষকে আপস করতে হবে৷ ইইউ আপোশের কোনো লক্ষণ দেখাচ্ছে না বলে অভিযোগ করেন ব্রিটিশ মন্ত্রী৷

সোমবার ব্রেক্সিটের দায়িত্বপ্রাপ্ত ব্রিটিশ মন্ত্রী ডেভিড ফ্রস্ট ও ইইউ-র প্রধান মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ের মধ্যে আলোচনা আবার শুরু হবার কথা৷ শুক্রবার জনসনের বিবৃতির পর বার্নিয়েকে লন্ডনে আসতে মানা করেছিলেন গোভ৷ তার বদলে সোমবার টেলিফোনে তারা কথা বলবেন৷ গোভ সোমবার ইইউ কমিশনের ভাইস প্রেসিডেন্ট মারোস সেফকোভিচের সঙ্গে সাক্ষাৎ করবেন৷ বিচ্ছেদ চুক্তি কার্যকর করার বিষয়ে আলোচনা করবেন তারা৷

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দুই পক্ষের মধ্যে বোঝাপড়া হোক বা না হোক, সীমান্তে নিয়ন্ত্রণ চালু করতেই হবে৷ বিশেষ করে ব্রিটেনের ব্যবসা-বাণিজ্য জগত এখনো পুরোপুরি সেই পরিস্থিতির জন্য প্রস্তুত নয়৷ চলতি সপ্তাহেই ব্রিটিশ সরকার এ বিষয়ে এক প্রচার অভিযান শুরু করছে৷ আর মাত্র ৭৪ দিনের মধ্যে প্রস্তুতি শেষ না করলে ব্রিটেনের প্রতিষ্ঠানগুলো সমস্যার মুখে পড়বে বলে বিশেষজ্ঞরা বার বার মনে করিয়ে দিচ্ছেন৷

ব্রিটেনের ৭০টিরও বেশি ব্যবসায়িক সংগঠন সরকারের উদ্দেশ্যে ইইউ-র সঙ্গে চুক্তি স্বাক্ষর করার আবেদন জানিয়েছে৷

বিচ্ছেদ চুক্তির শর্ত ও আন্তর্জাতিক আইন ভেঙে ব্রিটেনের সরকার যুক্তরাজ্যের ঐক্য বিপন্ন করছে বলে আশঙ্কা করছেন ব্রিটেনের ক্যাথলিক ও অ্যাংলিকান গির্জার শীর্ষ নেতারা৷ এক বিরল যৌথ চিঠিতে তারা যুক্তরাজ্যের চারটি অংশের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন৷

উল্লেখ্য, সোমবার থেকে ব্রিটিশ সংসদের উচ্চ কক্ষে সরকারের প্রস্তাবিত আইন নিয়ে বিতর্ক শুরু হবে৷

সূত্র : ডয়চে ভেলে

 


আরো সংবাদ



premium cement
শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ গাজা মানবিক নরকে পরিণত হয়েছে : জাতিসঙ্ঘ প্রধান রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি

সকল