২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

তর্জনগর্জন সত্ত্বেও ইইউ-র সঙ্গে আলোচনা চায় ব্রিটেন

- ছবি : সংগৃহীত

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন গত শুক্রবারের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী বোঝাপড়া চূড়ান্ত করার সময়সীমা স্থির করে দিয়েছিলেন৷ কিন্তু ইইউ শীর্ষ সম্মেলনে উপস্থিত নেতারা সেই হুঁশিয়ারি গ্রাহ্য করেননি৷ বরং মতমার্থক্য দূর করতে তারা আরো কিছুদিন আলোচনার প্রস্তাব রেখেছিলেন৷ জবাবে জনসন সরাসরি সেই প্রস্তাবে সাড়া না দিয়ে চুক্তিহীন ব্রেক্সিটের প্রস্তুতি শুরু করার আহ্বান জানিয়েছেন৷

জনসনের মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী মাইকেল গোভ বলেন, আলোচনার জন্য ব্রিটেনের দ্বার পুরোপুরি খোলা রয়েছে৷

রোববার স্কাই নিউজ চ্যানেলকে গোভ বলেন, তিনি এখনো চুক্তি চাইলেও সেটি সম্ভব করতে উভয় পক্ষকে আপস করতে হবে৷ ইইউ আপোশের কোনো লক্ষণ দেখাচ্ছে না বলে অভিযোগ করেন ব্রিটিশ মন্ত্রী৷

সোমবার ব্রেক্সিটের দায়িত্বপ্রাপ্ত ব্রিটিশ মন্ত্রী ডেভিড ফ্রস্ট ও ইইউ-র প্রধান মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ের মধ্যে আলোচনা আবার শুরু হবার কথা৷ শুক্রবার জনসনের বিবৃতির পর বার্নিয়েকে লন্ডনে আসতে মানা করেছিলেন গোভ৷ তার বদলে সোমবার টেলিফোনে তারা কথা বলবেন৷ গোভ সোমবার ইইউ কমিশনের ভাইস প্রেসিডেন্ট মারোস সেফকোভিচের সঙ্গে সাক্ষাৎ করবেন৷ বিচ্ছেদ চুক্তি কার্যকর করার বিষয়ে আলোচনা করবেন তারা৷

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দুই পক্ষের মধ্যে বোঝাপড়া হোক বা না হোক, সীমান্তে নিয়ন্ত্রণ চালু করতেই হবে৷ বিশেষ করে ব্রিটেনের ব্যবসা-বাণিজ্য জগত এখনো পুরোপুরি সেই পরিস্থিতির জন্য প্রস্তুত নয়৷ চলতি সপ্তাহেই ব্রিটিশ সরকার এ বিষয়ে এক প্রচার অভিযান শুরু করছে৷ আর মাত্র ৭৪ দিনের মধ্যে প্রস্তুতি শেষ না করলে ব্রিটেনের প্রতিষ্ঠানগুলো সমস্যার মুখে পড়বে বলে বিশেষজ্ঞরা বার বার মনে করিয়ে দিচ্ছেন৷

ব্রিটেনের ৭০টিরও বেশি ব্যবসায়িক সংগঠন সরকারের উদ্দেশ্যে ইইউ-র সঙ্গে চুক্তি স্বাক্ষর করার আবেদন জানিয়েছে৷

বিচ্ছেদ চুক্তির শর্ত ও আন্তর্জাতিক আইন ভেঙে ব্রিটেনের সরকার যুক্তরাজ্যের ঐক্য বিপন্ন করছে বলে আশঙ্কা করছেন ব্রিটেনের ক্যাথলিক ও অ্যাংলিকান গির্জার শীর্ষ নেতারা৷ এক বিরল যৌথ চিঠিতে তারা যুক্তরাজ্যের চারটি অংশের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন৷

উল্লেখ্য, সোমবার থেকে ব্রিটিশ সংসদের উচ্চ কক্ষে সরকারের প্রস্তাবিত আইন নিয়ে বিতর্ক শুরু হবে৷

সূত্র : ডয়চে ভেলে

 


আরো সংবাদ



premium cement
সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পলাশ প্রেসক্লাবের সভাপতি মনা, সম্পাদক রনি তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না

সকল