২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

যুক্তরাজ্যে মাত্র ১৩ দিনের শিশুর করোনায় মৃত্যু

যুক্তরাজ্যে মাত্র ১৩ দিনের শিশুর করোনায় মৃত্যু - ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ দিনের এক শিশুর মৃত্যু হয়েছে। এটি ছিল যুক্তরাজ্যে কোভিড-১৯ এ দ্বিতীয় কনিষ্ঠ শিশুর মৃত্যু। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার শিশুটির মৃত্যুর হৃদয় বিদারক সংবাদ জানা গেছে।

ধারণা করা হচ্ছে, এর আগে কুওলি কার্ল জাস্টিন মর্গান নামের করোনা আক্রান্ত এক শিশু জন্মের মাত্র তিন দিনের মাথায় মৃত্যু হয়েছিল। যুক্তরাজ্যে ওই ঘটনার পর এটি আরো এক কনিষ্ঠ শিশুর মৃত্যু হলো।

গত মাসে ৫ মে সোয়ানসির সিঙ্গেলটন হাসপাতালে স্থানান্তরের পর শিশু কুওলির মৃত্যু হয়। কুওলির মা গর্ভবতী অবস্থায় কোভিড-১৯'এ মৃত্যু হয়।

তবে কুওলির মৃত্যুর জন্য কোভিড-১৯ মূল কারণ ছিল না। তিন দিনের শিশু কুওলির মৃত্যু মূলত মারাত্মক হাইপোক্সিক ইস্কেমিক এনসেফেলোপ্যাথিতে মস্তিষ্কে অক্সিজেনের অভাবে হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটারসের বৃহস্পতিবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে সর্বমোট আক্রান্ত তিন লাখ ৪৬৯ ও মোট মৃত্যু ৪২ হাজার ২৮৮ জন।

সূত্র : মিরর


আরো সংবাদ



premium cement