২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সরকারি উপদেষ্টারের আইন অমান্যের প্রতিবাদে ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

ডগলাস রস - ছবি : সংগৃহীত

করোনাভাইরাস মহামারীতে পদত্যাগ করলেন এক ব্রিটিশ মন্ত্রী৷ যুক্তরাজ্যের স্কটল্যান্ডের মন্ত্রী ডগলাস রস মঙ্গলবার তার ইস্তফাপত্র জমা দিয়েছেন। ডগলাস রস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের উপদেষ্টার ডমিনিক কিউমিংসের লকডাউন না মেনে সফরের প্রতিবাদে পদত্যাগ করছেন।

লকডাউন চলাকালে ডোমিনিক কামিংসের সপরিবারে সোমবার লন্ডন থেকে ডুরহামে ভ্রমণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। যার প্রতিবাদ হিসেবে পদত্যাগ করলেন স্কটল্যান্ড মন্ত্রী ডগলাস রস।

রস তার পদত্যাগের বিষয়টি তার টুইটার বার্তায় জানিয়েছেন৷ তিনি তার বিবৃতিতে বলেন, সরকারি লকডাউন আদেশ মেনে অনেক নাগরিক তার আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছেন না, পরিবারের সকলে একসাথে শোক পালন করছে না। অসুস্থ প্রিয়জনের কাছে যেতে পারছে না অনেকই। আমি তাদের সবাইকে ভুল প্রমাণিত করে সরকারের এক প্রবীণ উপদেষ্টারের কাজকে সমর্থন দিতে পারি না।

তিনি আরো বলেন, মিস্টার কামিংসের সরকারি বিধিমালার ব্যাখ্যা অধিকাংশই ভোগ করতে পারেনি।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement