২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ব্রিটিশ প্রধানমন্ত্রীর অন্তঃসত্ত্বা হবু স্ত্রী করোনায় আক্রান্ত

- ছবি : সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে যাওয়ার পর এখন তার অন্তঃসত্ত্বা হবু স্ত্রী ক্যারি সাইমন্ডস করোনায় আক্রান্ত।

আজ রোববার টুইটারে পোস্ট করে ৩২ বছর বয়সী সাইমন্ডস জানান, ‘আমি করোনাভাইরাসের প্রধান লক্ষণগুলো নিয়ে গত এক সপ্তাহ ধরে বিছানায় আছি। আমার পরীক্ষা করার দরকার নেই। সাত দিন বিশ্রামের পরে আমি এখন শক্তি ফিরে পাচ্ছি এবং সুস্থ বোধ করছি।

অন্তঃসত্ত্বা অবস্থায় কোভিড-১৯ হওয়া খুবই চিন্তার বিষয়। যারা গর্ভবতী তাদের সবাইকে বলব সর্বশেষ গাইউলাইন যথাযথ মেনে চলার চেষ্টা করবেন।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার বাগদত্তার করোনায় আক্রান্ত হওয়ার ঘোষণাটি এমন সময় এলো যখন তারা এই গ্রীষ্মে বিয়ের পরিকল্পনা করেছিলেন। যদিও তাদের বিয়ের তারিখ ঘোষণা করা হয়নি। তবে কমপক্ষে আড়াইশো বছরের মধ্যে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদে থাকাকালীন কেউ বিয়ে করতে যাচ্ছেন।

ব্রিটেনে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯০৩ জন ও মারা গেছে চার হাজার ৩১৩ জন। ডেইলি মেইল।


আরো সংবাদ



premium cement