১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্যাস বিস্ফোরণে তুরস্কে নিহত ৫, আহত অর্ধশতাধিক

- ছবি : ইউএনবি

প্রাকৃতিক গ্যাস বিস্ফোরণে তুরস্কে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৬০ জন।

সোমবার (১ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টা ৪৩ মিনিটে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটির খবরে বলা হয়েছে, ইজমিরের তোরবালি জেলার একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। সেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল বলে জানা গেছে।

আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে টিআরটি।

ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এতে আশপাশের ১১টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেছেন, সতর্কতার অংশ হিসেবে ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নিরাপত্তা বাহিনী কাজ করছে।

তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ তুনক্ এক্স পোস্টে জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। দুই সরকারি কৌঁসুলির সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement