২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

৩৬.৫ মিলিয়নের নতুন চুক্তি করল তুরস্ক-আফ্রিকা

৩৬.৫ মিলিয়নের নতুন চুক্তি করল তুরস্ক-আফ্রিকা - ছবি : সংগৃহীত

তুর্কি প্রতিরক্ষা সংস্থার সাথে ৩৬.৫ মিলিয়নের নতুন চুক্তি করেছে আফ্রিকার একটি দেশ। এতে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা চাহিদা পূরণের নানা সামগ্রীর অন্তর্ভুক্ত রয়েছে।

রোববার (২৮ মে) তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু অ্যাজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। তবে প্রতিবেদনে চুক্তিকারী দেশের নাম উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, আফ্রিকার একটি দেশ তুরস্কের সাথে ৩৬.৫ মিলিয়নের চুক্তি করেছে। এর মাধ্যমে দেশটি তুরস্ক থেকে অ্যাসিসগার্ড তথা সশস্ত্র ড্রোন, ইলেক্ট্রো-অপ্টিক্স এবং যানবাহন আধুনিকায়নের নানা সামগ্রী, প্রকল্পে রোগ শনাক্তকরণ, কমান্ড-নিয়ন্ত্রণ ও সতর্কতামূলক ব্যবস্থার সামগ্রী নেয়ার কথা রয়েছে।

দেশটি রাজধানী আঙ্কারায় অবস্থিত তুর্কি কোম্পানি, সশস্ত্র ড্রোন, নজরদারি ও ডায়াগনসিস-ডিটেকশন ক্যামেরা সিস্টেমের সাথে সিস্টেম ইনস্টলেশন এবং ইন্টিগ্রেশন কার্যক্রম সম্পাদন করবে। এর জন্য তারা তুর্কি কোম্পানি হ্যাভেলসান, এসটিএম ও নুরুল মাকিনা সংস্থাগুলোর সাথে চুক্তি সম্পাদন করবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement