২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শুধু জার্মানিতে ভোট হলে এরদোগানই জিততেন

শুধু জার্মানিতে ভোট হলে এরদোগানই জিততেন - ছবি : সংগৃহীত

জার্মানিতে বসবাসরত তুর্কি নাগরিকদের প্রায় দুই-তৃতীয়াংশ ভোট প্রেসিডেন্ট এরদোগানের ভাগেই পড়েছে বলে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দাবি করছে। তবে এতে জার্মানির রাজনীতিকদের মধ্যে অস্বস্তি থেকেই যাচ্ছে।

রজব তাইয়েব এরদোগান এই প্রথম তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি জয়ের মুখ দেখলেন না। ২৮ মে তাকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারুলুর বিরুদ্ধে আবার ভোটের লড়াইয়ে নামতে হবে। তবে নির্বাচনের সার্বিক ফলাফলের বিচারে ৫০ শতাংশের মাত্রা পেরোতে না পারলেও বিদেশে বসবাসরত তুর্কি নাগরিকদের বিপুল সমর্থন আদায় করতে পেরেছেন এরদোগান। বিশেষ করে জার্মানিতে বসবাসরত তুর্কিদের ভোটের প্রায় দুই-তৃতীয়াংশ তাঁর ঝুলিতেই গেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু দাবি করছে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে এরদোগান সরকার বিদেশে বসবাসরত তুর্কি নাগরিকদের ভোটাধিকার চালু করেছে।

চূড়ান্ত পরিসংখ্যান শেষ পর্যন্ত যাই হোক না কেন, জার্মানিতে বসবাসরত তুর্কি নাগরিকদের মধ্যে এরদোগানের প্রতি বিপুল সমর্থন নিয়ে কার্যত কোনো সংশয় নেই।

২০১৮ সালের নির্বাচনে তিনি জার্মানি থেকে ৬৪ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছিলেন। অন্য কোনো দেশে এত বেশি তুর্কি নাগরিক বাস করেন না।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement