৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪২৯, ১০ জিলকদ ১৪৪৪
`

তুরস্কে বিরোধী শিবিরে ভাঙন : সুবিধা পাবেন এরদোগান!

রজব তাইয়্যিপ এরদোগান - ছবি : সংগৃহীত

তুরস্কে আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানবিরোধী ছয় দলীয় জোটে ভাঙন দেখা দিয়েছে। আর এতে করে এরদোগান পুনঃনির্বাচিত হতে সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। ১৪ মে ওই নির্বাচন হবে। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের মধ্যেও নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ এরদোগান।

তুরস্কের ডানপন্থী আইওয়াইআই পার্টির নেতা মেরাল আকসেনার জানিয়েছেন, ছয় দলীয় জোট আর জাতীয় আকাঙ্ক্ষার প্রতিফলন করছে না। তিনি এর মাধ্যমে মে মাসের নির্বাচনে জোটটি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে বিশ্লেষকেরা মনে করছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে আকসেনার বলেন, আইওয়াইআই পার্টি প্রেসিডেন্ট পদে ইস্তাম্বুল বা আঙ্কারার মেয়রদের যেকোনো একজনকে মনোনয়ন দেয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু অন্য পাঁচ দল তা গ্রহণ করেনি।
তিনি ওই দুই মেয়রকে তাদের কর্তৃব্য পালনের আহ্বানও জানান। এর মাধ্যমে কার্যত তিনি উভয়কেই প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছেন।

অন্যদিকে জোটের পাঁচটি দল তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা কেমেল কিলিচদারুগ্লুকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের কথা ঘোষণা করেছে।

বৃহস্পতিবার এরদোগানকে চ্যালেঞ্জ করার জন্য কিলিচদারুগ্লুর নাম ঘোষণা করে তারা।

কিন্তু আকসেনার বলেন, কিলিচদারুগ্লুর পক্ষে এরদোগানকে হারানো কঠিন হবে।

তিনি বলেন, এরদোগানের বিরুদ্ধে কিলিচদারুগ্লুর তেমন জনভিত্তি নেই। তিনি যখন জোটে যোগ দেন, তখন তার জনপ্রিয়তা ছিল ৯ ভাগ। বর্তমানে তা ১৭ ভাগের কাছাকাছি।

তবে আঙ্কারা ও ইস্তাম্বুলের মেয়র উভয়েই কেমেলের বিরুদ্ধে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার আকসেনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

শুক্রবার আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস ও ইস্তাম্বুলের মেয়র ইকরেম ইমামোগ্লু এক বিবৃতিতে রিপাবলিকান পার্টির প্রধান কেমেলের প্রেসিডেন্ট প্রার্থিতার প্রতি তাদের সমর্থনের কথা ঘোষণা করেন।

সূত্র : আল জাজিরা ও ডেইলি সাবাহ


আরো সংবাদ


premium cement
গাংনীতে ৩ মাদরাসাছাত্রী নিখোঁজের ২ দিন পর উদ্ধার, আটক ৩ দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে বাংলাদেশ, ফলোঅনের শঙ্কা আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ১ মেয়র ও ৭ কাউন্সিলর প্রার্থী সিলেটে ছাত্রলীগ পরিচয়ে ফিলিং স্টেশনে হামলার প্রতিবাদে আন্দোলন সদরপুরে ব্রিজ নির্মাণকালে মাটিচাপা পড়ে ৩ শ্রমিকের মৃত্যু ছোট হয়ে আসছে শাসকদের পৃথিবী সড়কে নিরাপত্তা প্রত্যাহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যা জানতে চাইলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি আওয়ামী লীগের দাবি বিএনপি আরো বেকায়দায় পুঁজিবাদী বনাম ইসলামী অর্থব্যবস্থা সরকারি খরচে বিজনেস ক্লাসে বিদেশ ভ্রমণ নয়

সকল