০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৫ জিলকদ ১৪৪৪
`

তুরস্কে বিপর্যস্ত ১০ শহরে কর্মী ছাঁটাই নিষিদ্ধ

তুরস্কে বিপর্যস্ত ১০ শহরে কর্মী ছাঁটাই নিষিদ্ধ। - ছবি : সংগৃহীত

তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত প্রদেশগুলোর ১০টি শহরে আপাতত কর্মী ছাঁটাই নিষিদ্ধ করেছে দেশটির সরকার। এর পাশাপাশি ওই অঞ্চলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।

বুধবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলতি ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় একের পর এক ভয়াবহ ভূমিকম্পের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দু’দেশের বিস্তীর্ণ অঞ্চল। পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত দু’দেশে মৃতের সংখ্যা ৪৭ হাজারের বেশি। আহতের সংখ্যাও ততোধিক বলে আশঙ্কা। শুধুমাত্র তুরস্কেই ভেঙে পড়েছে তিন লাখ ৮৫ হাজার ঘরবাড়ি। ভূমিকম্পের পর কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপে ঠিক কত সংখ্যক চাপা পড়ে রয়েছেন, তার কোনো হিসাব নেই। এই অবস্থায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের নির্দেশে ৭ ফেব্রুয়ারি থেকে তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছে দেশটির পার্লামেন্ট।

অর্থনীতিবিদদের দাবি, এই প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে উঠে ঘরবাড়ি ও অন্য পরিকাঠামো গড়ে তুলতে ১০ হাজার কোটি ডলারের প্রয়োজন হতে পারে তুরস্কের। অন্য দিকে, অর্থনৈতিক বৃদ্ধির হারও ১-২ শতাংশ নিম্নমুখী হতে পারে বলে আশঙ্কা।

ভূমিকম্পের জেরে অর্থনৈতিক ধাক্কা সামলাতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার।

বুধবার তুরস্ক সরকার ঘোষণা করেছে, ভূমিকম্পে বিধ্বস্ত ১০টি শহরে সাময়িকভাবে কর্মীদের কাজ থেকে ছাঁটাই করা যাবে না। ভূমিকম্পের জেরে যে সমস্ত সংস্থার অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই সমস্ত সংস্থা মালিকেরাও আর্থিক সহায়তা পাবেন। সরকারি প্রকল্প অনুযায়ী ওই সংস্থাগুলোর কর্মীদের বেতন দেয়ার জন্য আংশিকভাবে আর্থিক সাহায্য করবে সরকার।

সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ


premium cement
সেনাবাহিনী আমার দলকে ধ্বংস করার চেষ্টা করছে : ইমরান খান প্রধানমন্ত্রী যখন মনে করবেন তখন নির্বাচনকালীন সরকার গঠন করবেন : আইনমন্ত্রী ১১ মাসে রফতানি থেকে ৫০.৫২ বিলিয়ন ডলার আয় : ইপিবি সীতাকুণ্ড বিস্ফোরণের ১ বছর : বিচার, ক্ষতিপূরণ, অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন কাটেনি নাঙ্গলকোটে রেল ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে ২ সন্তানের জনক গ্রেফতার প্রস্তাবিত বাজেট শ্রমবান্ধব হয়নি : শ্রমিক কল্যাণ ফেডারেশন কাউখালীতে বিষ পানে জেলের আত্মহত্যা প্রস্তাবিত বাজেট শ্রমবান্ধব নয় : শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লায় স্কুলছাত্র হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড নিম্নমানের সিগারেট বন্ধসহ বিড়ি শ্রমিকদের ৪ দাবি

সকল