২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ৩৬০০, হতে পারে ৮ গুণ

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবন। - ছবি : আনাদোলু এজেন্সি

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ৬০০ ছাড়িয়েছে। তবে এ সংখ্যা ৮ গুণ পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

স্থানীয় সময় সোমবার ভোর রাত ৪টা ১৭ মিনিটে ৭.৮ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় দক্ষিণ-পূর্ব তুরস্ক ও পার্শ্ববর্তী সিরিয়ার সীমান্ত এলাকায়।

এ ভূমিকম্পের পর আরো ছয়টি কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

তবে বড় ঝাঁকুনির প্রায় ১২ ঘণ্টা পর আরো একটি শক্তিশালী (৭.৫ মাত্রার) ভূমিকম্প অনুভূত হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে তুরস্কে ২ হাজার ৩১৬ জন এবং সিরিয়ায় ১ হাজার ২৯৩ জন নিহতের খবর পাওয়া গেছে।

তুরস্ক জানিয়েছে, এখন পর্যন্ত ১৩ হাজার ২৯৩ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে ৭ হাজার ৩৪০ জনকে।

এদিকে, সিরিয়া সরকার ও উদ্ধারকারীরা জানিয়েছেন, দেশটিতে আহত হয়েছেন ৩ হাজার ৪১১ জন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু জানিয়েছেন, তার দেশের ১০টি শহর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে হতেয়, ওসমানিয়া, আদিয়ামান, মালাত্য, সানলিউরফা, আদানা, দিয়ারবাকি ও কিলিস।

সূত্র : আলজাজিরা, বিবিসি


আরো সংবাদ



premium cement