২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

তুরস্কে প্রচণ্ড ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

তুরস্কে প্রচণ্ড ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবন - ছবি : সংগৃহীত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সিরিয়া সীমান্ত-সংলগ্ন এলাকায় স্থানীয় সময় ৪:১৭টায় (জিএমটি ০১:১৭) আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৮। প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮। এর কিছু ক্ষণ পর আরো একটি কম্পন অনুভূত হয়েছে মধ্য তুরস্কে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর মতে, দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৬.৭।

ভূমিকম্পটি রাজধানী আঙ্কারা এবং আরো কয়েকটি অঞ্চলে অনুভূত হয়েছে। বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত এবং অনেক লোক সেগুলোতে আটকা পড়ার খবর জানা গেছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির তুর্কি সংবাদদাতা দিয়ারবাকির থেকে জানিয়েছেন, নগরীর একটি শপিং মল বিধ্বস্ত হয়েছে।

গাজা উপত্যকার বিবিসির প্রডিউসার রুশদি আবুলফ জানান, তিনি যে ঘরে অবস্থান করেছিলেন, সেটি প্রায় ৪৫ মিনিট ঝাঁকুনি খায়।

তুর্কি কর্মকর্তারা জানান, প্রধান ভূমিকম্পটির পর বেশ কয়েকটি ভূকম্প অনুভূত হয়। এগুলোর কয়েকটি ছিল বেশ প্রবল।

গাজিয়ানতেপের গভর্নর দাভুত গুল টুইটারে বলেন, 'আমাদের নগরীতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।'

তিনি লোকজনকে তাদের ঘর ছেড়ে বাইরে অবস্থান করার পরামর্শ দেন। তিনি তাদেরকে শান্ত থাকতেও অনুরোধ করেন।

তিনি বলেন, 'বাড়ির বাইরে থাকুন। শান্ত থাকুন। আমাদের গাড়ি ব্যবহার না করাই ভালো। প্রধান রাস্তায় ভিড় করবেন না। আর ফোনগুলো ব্যস্ত রাখবেন না।'

সূত্র : সিএনএন, বিবিসি, আল জাজিরা ও অন্যান্য


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল