২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯, ৩ রমজান ১৪৪৪
`

আফ্রিকায় তুরস্কের ১১ হাজার কুরআন উপহার

আফ্রিকায় তুরস্কের ১১ হাজার কুরআন উপহার - ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত ২০২২ সালে আফ্রিকার আটটি দেশে পবিত্র কুরআনের অন্তত ১১ হাজার ২১৫টি প্রতিলিপি উপহার দিয়েছে তুরস্ক।

রোববার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির এনজিও সংস্থা হিউম্যানটেরিয়ান রিলিফ ফাউন্ডেশনের (আইএইচএইচ) সহযোগিতা ও তত্ত্বাবধানে কুরআন উপহার প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

গত বছর নাইজেরিয়াতে সাড়ে তিন হাজার, মালিতে আড়াই হাজার, বুর্কিনা ফাসোতে দুই হাজার ১৮৪, শাদে এক হাজার, গিনিতে ৬০০, ইথিওপিয়ায় ৫৮৬, বেনিনে ৫০০ এবং সুদানে ৩৪৫টি কুরআনের প্রতিলিপি উপহার দেয়া হয়েছে।

এর আগে, ২০২১ সালে এই মহাদেশের সাতটি দেশে অন্তত ২১ হাজার কুরআনে কারিম উপহার দেয় তুরস্ক। দেশগুলো হলো- গিনি-মালি (১৩ হাজার ৫০০), শাদ (দুই হাজার ৯০০)’, ঘানা (দুই হাজার), নাইজার ও সুদান (দুই হাজার) এবং সিয়েরা লিওন (৬০০ কপি)।

আইএইচএইচ জানায়, তারা এ পর্যন্ত সারা বিশ্বে অন্তত দুই লাখ ৭৪ হাজার কুরআনের মাসহাফ (প্রতিলিপি) উপহার দিয়েছে।

শুধু আফ্রিকাতেই নয়; বিশ্বের নানা প্রান্তে প্রয়োজনগ্রস্ত মুসলিমদের মধ্যে নিয়মিতভাবে কুরআনের প্রতিলিপি বিতরণ করে মানবাধিকার সংস্থা ‘আইএইচএইচ’।

সূত্র : আনাদোলু এজেন্সি

 


আরো সংবাদ


premium cement
ফ্ল্যাট রয়েছে তবু অনেক পরিচ্ছন্নকর্মী থাকছে বস্তিতে! অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার তালিকায় যেভাবে পোল্ট্রির বাজার নিয়ন্ত্রণে নিচ্ছে করপোরেট কোম্পানিগুলো স্বাধীনতা দিবসে বিজয়ী লাল দল টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড দক্ষিণ আফ্রিকার পরীক্ষা করা ৫৬ নদীর সবকটিই অতিমাত্রায় দূষিত, ৩টির অবস্থা ভয়াবহ ‘সিতারা-ই-ইমতিয়াজে’ ভূষিত হলেন পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা হানিফ জলান্ধরি (ভিডিও) টিউবওয়েলের পানি নিয়ে ঝগড়া, মারা গেলেন বড় ভাই রাজনগরে কাঁচা রাস্তা পাকার দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন সিরাজগঞ্জ সড়কে প্রাণ গেল সদ্যবিবাহিত পিটিআই কর্মকর্তার কৃচ্ছ্রতা, সংযম ও আত্মশুদ্ধির মাসে বৈপরীত্য

সকল