১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইস্তাম্বুল বিস্ফোরণ : যে বার্তা দিলেন এরদোগান

ইস্তাম্বুল বিস্ফোরণ : যে বার্তা দিলেন এরদোগান -

তুরস্কের বন্দরনগরী ইস্তাম্বুলের একটি ব্যস্ত সড়কে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও ৮১ জন আহত হয়েছেন। ইস্তাম্বুলের বেইয়োগ্লু এলাকার বিখ্যাত ইস্তিকলাল সড়কে রোববার বিকেল ৪টার দিকে ওই বিস্ফোরণ ঘটে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান।

বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে এরদোগান বলেন, এখনই এ বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলা বলে নিশ্চিত করে বলা যায় না। তবে সন্ত্রাসবাদের আলামত তো রয়েছে।’

তিনি এ হামলায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement