২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইউক্রেন থেকে প্রথম শস্যের জাহাজ ইস্তাম্বুলে

গত শুক্রবার জাহাজটি ইউক্রেনের চোরনোমরস্ক বন্দর থেকে যাত্রা করে - ছবি - রয়টার্স

ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর এই প্রথম ইউক্রেন থেকে শস্যের কোনো জাহাজ ইস্তাম্বুলে ভিড়েছে। তুরস্ক এবং জাতিসঙ্ঘের মধ্যস্থতায় করা চুক্তির ফলে রোববার গম বহনকারী জাহাজটি কৃষ্ণ সাগর হয়ে রাজধানীতে ভিড়ে। যৌথ সমন্বয় কেন্দ্রের একটি বিবৃতি এই কথা বলা হয়েছে।

গত শুক্রবার জাহাজটি ইউক্রেনের চোরনোমরস্ক বন্দর থেকে যাত্রা করে। সোরমোভস্কি নামক জাহাজটি তিন হাজার ৫০ মেট্রিক টন গম নিয়ে ইস্তাম্বুল বন্দরে নোঙর ফেলে।

রয়টার্সের ফুটেজে দেখা গেছে, জাহাজটি বসফোরাস প্রণালী অতিক্রম করছে এবং পরিদর্শনের জন্য ঘাটে অপেক্ষা করছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ চালানোর আগে ইউক্রেন বিশ্বের এক তৃতীয়াংশ গম রফতানি করতো। যুদ্ধের কারণে পাঁচ মাস সব কার্যক্রম বন্ধ ছিল। কৃষ্ণ সাগর বন্দরগুলো থেকে শস্য রফতানি পুনরায় শুরু করার অনুমতি দেয়ার জন্য রাশিয়ার সাথে চুক্তির পর দুই সপ্তাহে মোট ১৮টি জাহাজ ইউক্রেন থেকে ছেড়ে গেছে। গমের প্রথম জাহাজটি ভিড়ে ইস্তাম্বুলে।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement