২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইউক্রেনে যুদ্ধবিরতির সম্ভবনা নি্য়ে তুরস্ক ও রাশিয়ার আলোচনা

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর - ছবি : সংগৃহীত

তুরস্ক ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা ইউক্রেনের মানবাধিকার পরিস্থিতি ও যুদ্ধবিরতির সম্ভবনা নিয়ে ফোনে আলাপ করেছেন। সোমবার তারা এ সকল বিষয় নিয়ে ফোনালাপ করেন।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর বলেছেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো স্থল বা সমুদ্রপথে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়া। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী আবারো বলেছেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দ্রুত একটি যুদ্ধবিরতি দরকার।

এ সময় ইউক্রেনে মানবিক সহায়তা প্রদানের বিষয়ে হুলুসি আকর বলেন, তুরস্ক তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে কাজ করে যাবে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে তুরস্ক মূলত নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে। ইউক্রেন যুদ্ধের তীব্রতা কমাতে তুরস্ক তাদের কূটনীতিক কার্যক্রম চলমান রেখেছে। একইসাথে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement