২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

এজিয়ান সাগর থেকে ৭১ শরণার্থীকে তুর্কি কোস্ট গার্ডের উদ্ধার

শরণার্থীদের উদ্ধার করছে তুর্কি কোস্ট গার্ড - ছবি : আনাদোলু এজেন্সি

গ্রিক কোস্ট গার্ডের ফেরত পাঠানো ৭১ শরণার্থীকে এজিয়ান সাগরে তুরস্কের নিয়ন্ত্রণাধীন পানিসীমা থেকে উদ্ধার করেছে তুর্কি কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে নিরাপত্তা বাহিনীর এক সূত্র এই তথ্য জানায়।

গণমাধ্যমে কথা বলায় বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ইজমির প্রদেশে চেশমে জেলার উপকূলে গ্রিক কোস্ট গার্ডের ফেরত পাঠানো ২৮ শরণার্থী অসহায় অবস্থায় পৌঁছালে তাদের উদ্ধার করে তুর্কি কোস্ট গার্ড।

অন্যদিকে ২৪ শরণার্থীর অপর একটি দল ইজমির প্রদেশের দিকিলি জেলার উপকূল থেকে উদ্ধার করা হয়। গ্রিক কোস্ট গার্ড এই শরণার্থীদের রাবার বোটের ইঞ্জিন ভেঙ্গে দিয়েছিল।

পরে দিকিলির উপকূল থেকে আরো ১৯ জনকে উদ্ধার করা হয়।

শরণার্থীদের সাথে নারী ও শিশুও রয়েছে। উদ্ধার শরণার্থীদের সবাইকে প্রাদেশিক অভিবাসন কার্যালয়ে পাঠানো হয়েছে।

যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে নতুন জীবন শুরু করতে শরণার্থীরা প্রধানত তুরস্ক হয়ে ইউরোপ যাচ্ছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement