২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এথেন্সে ‘তুরস্ক বিরোধী’ সমাবেশের নিন্দা আঙ্কারার

গ্রিসের সম্মেলনে অংশ নেয়া প্রতিনিধিরা - ছবি: মিডল ইস্ট আই/এএফপি

গ্রিসের রাজধানী এথেন্সে সাত দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সমাবেশকে ‘তুরস্কের বিরোধী’ মন্তব্য করে নিন্দা করেছে আঙ্কারা। বৃহস্পতিবার এথেন্সে ফিলা (বন্ধুত্ব) ফোরাম শীর্ষক ওই সম্মেলনে গ্রিস ছাড়াও ফ্রান্স, মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সাইপ্রাসের গ্রিক কর্তৃপক্ষের অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, ‘এথেন্সের ওই বৈঠকে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ ও দোষারোপের ভাষা নির্দেশ করেছে, তা বন্ধুত্বের সম্পর্ক তৈরির জন্য নয়।’

এতে আরো বলা হয়, ‘আঞ্চলিক চ্যালেঞ্জকে বিবেচনায় রেখে তুরস্কের মতো এই অঞ্চলের প্রধানতম একটি দেশ ও তুর্কি সাইপ্রাসকে বাদ দিয়ে কার্যকর ও সফল সহযোগিতা ও বন্ধুত্বের কৌশল গঠনের কোনো ফোরাম সম্ভব হতে পারে না।’

গ্রিসের পক্ষ থেকে এই সম্মেলনকে ‘কারো বিরুদ্ধে নয়’ দাবি করা হলেও তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সম্মেলনের কার্যক্রম মূলত তুরস্কের বিরুদ্ধে জোট গঠনকে নির্দেশ করেছে।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement