২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আঙ্কারায় চালু হলো নতুন ড্রোন কারখানা

আঙ্কারায় চালু হলো নতুন ড্রোন কারখানা - ছবি : আনাদোলু এজেন্সি

তুরস্কের রাজধানী আঙ্কারায় মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) তৈরিকারী এক তুর্কি কোম্পানি নতুন কারখানা চালু করেছে। শুক্রবার এই কারখানায় উৎপাদন কাজ শুরু হয়েছে।

তুর্কি বিমান কোম্পানি লাপিস হাভাজিলিক ২০১৫ সাল থেকে বিভিন্ন মডেলের ড্রোন তৈরি করে আসছে। আঙ্কারায় কোম্পানিটির ৩ হাজার ৫০০ বর্গমিটারের নতুন কারখানায় সামরিক ও বেসামরিক উভয় ধরনের ড্রোন তৈরি করা হবে।

একটানা পাঁচ ঘণ্টা উড়তে সক্ষম উন্নততর ড্রোন ভিটিওএল এ কোম্পানির নকশা করা। এছাড়া রয়েছে এক ঘণ্টায় ১০ কিলোমিটার পথ উড়তে সক্ষম এলএপি ৬০।

সামরিক ক্ষেত্রে ছাড়াও এই ড্রোন কৃষি, উদ্ধার অভিযান, যোগাযোগ ও মালামাল পরিবহনে ব্যবহার করা যাবে।

তুরস্ক ড্রোন শিল্পে বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেছে। এই শিল্পে দেশটির বায়কার ও টিএআই কোম্পানি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

প্রতিরক্ষা ও বিমান খাতে গতবছর তুরস্ক তিন বিলিয়ন ডলার রফতানি করেছে।

সূত্র : ইয়েনি সাফাক


আরো সংবাদ



premium cement