২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কোভিড-১৯ টিকা নিলেন এরদোগান

কোভিড-১৯ টিকা নিলেন এরদোগান - ছবি : সংগৃহীত

কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারার সিটি হসপিটালে তিনি এই টিকা নেন।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীনের উদ্ভাবিত করোনাভ্যাক টিকার প্রথম ডোজ নেয়ার পরপর এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ‘আমিও টিকা নিয়েছি।’

তুরস্ক জুড়ে বৃহস্পতিবার থেকেই স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা দেয়ার প্রথম ধাপ শুরু করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী ফখরুদ্দিন কোজা বুধবার দেশটির প্রথম করোনাভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণকারী হিসেবে চীনের করোনাভ্যাক টিকা নেন। তার পরপরই তুরস্কের করোনাভাইরাস সায়েন্টিফিক অ্যাডভাইসরি বোর্ডের সদস্যরা টিকা নেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এই মাসের মধ্যে তুরস্কের মোট ১১ লাখ স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হবে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা ২৮ দিনের ব্যবধানে দুই ডোজে সম্পন্ন করা হবে। কোভিড-১৯ থেকে যারা সুস্থ হয়েছেন, চার থেকে ছয় মাসের মধ্যে তাদের টিকা দেয়া হবে না।

এর আগে তুরস্কের সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কর্তৃপক্ষ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরিভিত্তিতে করোনাভ্যাক টিকার অনুমোদন দেয়।

টিকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক গত ৩০ ডিসেম্বর ৩০ লাখ ডোজের প্রথম ব্যাচ তুরস্কে পাঠায়।

সূত্র : ইয়েনি সাফাক


আরো সংবাদ



premium cement