২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

প্রেসিডেন্ট এরদোগানকে গ্লোবাল আজারবাইজানি গ্রুপের অভিনন্দন

- সংগৃহীত

আজারবাইজানের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে অকুণ্ঠ সমর্থন দেয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে ধন্যবাদ জানিয়েছে আজারবাইজানের নাগরিকদের সুইডেনভিত্তিক সংগঠন দ্যা ওয়ার্ল্ড আজারবাইজানি’স কংগ্রেস। নাগার্নো-কারাবাখের যুদ্ধে আজারবাইজানের প্রতি সমর্থন দেয়ায় প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানান সংগঠনের প্রধান আসিফ কুরবান।

মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে সুইডেনভিত্তিক এই সংগঠনের প্রধান বলেন,‘প্রেসিডেন্ট এরদোগান সবসময় আজারবাইজানের পাশে থেকেছেন এবং আজারবাইজানের ন্যায্য অধিকারের বিষয়ে সর্বোচ্চ স্থান পর্যন্ত সব জায়গাতেই কথা বলেন। ওয়ার্ল্ড আজারবাইজানি’স কংগ্রেসের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই।’

আসিফ কুরবান বলেন,‘বেসামরিক নাগরিকদের ওপর হামলার পর দীর্ঘদিন ধরে দখল করে রাখা ভূমি পুনরায় উদ্ধার করতে কারাবাখে অভিযান শুরু করে আজারবাইজান। ৪৪ দিনব্যাপী এই যুদ্ধে আজারবাইজানের প্রতি তুরস্কের নৈতিক ও রাজনৈতিক সমর্থন ছিল সত্যিকার অর্থে সর্বোচ্চ পর্যায়ের।’

আগামী এক বছরের জন্য শান্তি রক্ষার কাজে নিয়োজিত থাকতে আজারবাইজানে তুরস্কের সেনা মোতায়েনের অনুমোদন দিয়ে একটি প্রস্তাব পাশ করায় তিনি তুর্কি পার্লামেন্টকেও অভিনন্দন জানান। পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এবং আলাদাভাবে তুরস্কের প্রতিটি নাগরিককে আজারবাইজানের পাশে থাকার জন্য আসিফ কুরবান ধন্যবাদ জানান। সূত্র : ইয়েনি শাফাক


আরো সংবাদ



premium cement