২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তুরস্কে আংশিক কারফিউ জারি

তুরস্কে আংশিক কারফিউ জারি - ছবি : সংগৃহীত

তুরস্কে আজ শবিবার দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠানের সুবিধার্থে আংশিক কারফিউ জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের মাঝে যাতে সংক্রমণ না ছড়ায় তাই এই পদক্ষেপ নিয়েছে তুরস্ক সরকার।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কারফিউ তুরস্ক সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হবে।

তবে শিক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছানোর জন্য পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। এছাড়াও, শিক্ষার্থীদের অভিভাবক তাদের পৌঁছে দেয়ার অনুমতি পেয়েছেন।

এই লকডাউন চলাকালীন সময়ে বেকারি, বাজার, মুদি দোকান ও কসাইখানা খোলা থাকবে।

তুরস্ক সম্প্রতি করোনভাইরাস বিধিনিষেধ শিথিল করা শুরু করেছে।

প্রসঙ্গত, তুরস্কে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা এখন গড়ে হাজারে পৌঁছেছে। বিশ্ব জরিপ ওয়ার্ল্ডোমিটারসের সূত্র অনুসারে, তুরস্কে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৪ হাজার ৫১১ জন ও মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৬৫ জনের। তবে সুস্থতার দিক দিয়ে এগিয়ে আছে দেশটি। তুরস্কে প্রায় এক লাখ ৬৭ হাজার ১৯৮ জন কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছে।

সূত্র : ইয়েনি সাফাক

 


আরো সংবাদ



premium cement

সকল