২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সিরিয়া দখলের ইচ্ছে নেই : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান - সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, সিরিয়ার ভূমি জবরদখল করার কোনো ইচ্ছে আঙ্কারার নেই। রোববার ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে সিরিয়া অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে এ কথা বলেন তিনি।

ইদলিব ইস্যুকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে সিরিয়ায় সেনা মোতায়েন জোরদার করেছে তুরস্ক। যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হলেও তুর্কি সেনারা এখনো সিরিয়ায় অবস্থান করছেন। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে সেনা পাঠানোর যৌক্তিকতা তুলে ধরেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

রোববার ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে এরদোগান বলেন, আমরা সিরিয়ার শরণার্থীদের নিরাপদে তাদের ঘরবাড়িতে ফেরত পাঠাতে চাই। আর সেজন্য সিরিয়া-তুরস্ক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাই সিরিয়ায় সেনা মোতায়েন করা হয়েছে। সিরিয়ার ভূমি জবরদখল করার কোনো ইচ্ছে আঙ্কারার নেই। সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement