২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আবারো নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি এরদোগানের

-

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সংস্কার আনা এখন শুধু প্রয়োজন নয়, এটি অত্যাবশকীয়। বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট বলেন, বর্তমানে নিরাপত্তা পরিষদের যে কাঠামো তা ‍শুধু এর ৫ স্থায়ী সদস্যের দাবি পূরণ করে।

জাতিসঙ্ঘের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে এরদোগান বলেন, জাতিসঙ্ঘকে অবশ্যই আরো নিরপেক্ষ, আরো কার্যকর, স্বচ্ছ এবং আজকের বিশ্বের সকল দাবি পূরণে আরো দক্ষ হতে হবে।

২৪ অক্টোবর বৃহস্পতিবার জাতিসঙ্ঘ দিবস উপলক্ষে দেয়া বাণীতে এরদোগান এসব কথা বলেন। ১৯৪৫ সালের এই দিনে জাতিসঙ্ঘ প্রতিষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, সাধারণ পরিষদে সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব থাকে তাই এটিকে আরো শক্তিশালী করতে হবে।

এর আগেও একাধিকবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের কাঠামো সংস্কারের দাবি করেছিলেন। নিরাপত্তা পরিষদের নিয়ম অনুযায়ী ৫টি সদস্য রাষ্ট্রের কোন একটি কোন প্রস্তাবের বিরোধীতা করলে সেই প্রস্তাব পাস হয় না। এরদোগান মনে করেন, এর ফলে ওই ৫ দেশ নিজেদের মতামত সারা বিশ্বের ওপর চাপিয়ে দিতে পারে। সেই পাঁচ দেশ হচ্ছে- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন।

এছাড়া এই ৫ দেশের বেশি ক্ষমতা থাকার কারণে সাধারণ সদস্য রাষ্ট্রগুলোরও বিষয়গুলো অনেক সময় উপেক্ষিত থাকে।

এর আগে এক বক্তৃতায় মুসলিম বিশ্ব থেকে নিরাপত্তা পরিষদে অন্তত একটি স্থায়ী সদস্য থাকার দাবিও করেছিলেন এরদোগান।


আরো সংবাদ



premium cement
অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চাপম্যান-আফ্রিদির উন্নতি থানচিতে ট্রাকে দুর্বৃত্তদের গুলি চীনের আনহুই প্রদেশের সাথে ডিএনসিসি’র সমঝোতা স্মারক সই আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ : ২ শতাধিক ককটেল বিষ্ফোরণ, আহত ৫ রাঙ্গামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে নিহত ৬, আহত ৮ প্রতিবাদ সমাবেশকারীদের গ্রেফতারের নিন্দা জামায়াতের ‘সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না’ ফরিদপুরে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ঈশ্বরদীতে তাপমাত্রা ৪১.২ ডিগ্রি বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়তে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য

সকল