২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এস-৪০০’র আরো চালান পেল তুরস্ক

বিমান থেকে এস-৪০০'র চালান নামানো হচ্ছে - সংগৃহীত

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরো একটি চালান পেয়েছে তুরস্ক। এ ব্যবস্থার প্রথম চালান পাওয়ার একদিন পর শনিবার তুরস্ক নতুন চালান গ্রহণ করল। শনিবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটার পোস্টে বলেছে,‘আজ আবার দীর্ঘ পাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চালান শুরু হয়েছে।’

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার চতুর্থ সামরিক কার্গো বিমান এস-৪০০ ব্যবস্থা নিয়ে শনিবার তুরস্কের রাজধানী আঙ্কারর কাছে মারটেড বিমানঘাঁটিতে অবতরণ করে। এর একদিন আগে রাশিয়ার বিশাল তিনটি এএন-১২৪ বিমান এস-৪০০’র প্রথম চালান নিয়ে তুরস্কে যায়।

রাশিয়া থেকে এস-৪০০’র চালান গ্রহণের কারণে মার্কিন সরকার ক্ষুব্ধ হয়েছে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ না করার জন্য তুরস্ককে সতর্ক করে আসছে। কিন্তু তুরস্ক মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করেই তা গ্রহণ করল। আমেরিকা এরইমধ্যে তুরস্ককে এফ-৩৫ বিমান দেবে না বলে ঘোষণা দিয়েছে। এছাড়া, দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ওয়াশিংটন। সূত্র : পার্সটুডে।


আরো সংবাদ



premium cement