২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নন্দিত কথাসাহিত্যিক

-

চাকরির সুবাদে এই ফেব্রুয়ারিতে নতুন করে ঢাকায় এসেছি। থাকি আজিমপুরে। এই ক’দিন শহরে সেটেল হওয়া নিয়ে দারুণ ঝামেলা কাটাবার পর আজ সকালে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে প্রথমে চোখে পড়ল নন্দিত কথাসাহিত্যিক কামাল হোসেনের পোস্ট। ফেব্রুয়ারির বইমেলায় কামাল হোসেনের বই ‘বুক পকেটের গল্প’ দারুণ পাঠকপ্রিয়তা পেয়েছে। ভক্তমহলে বেশ সাড়া জাগিয়েছে বইটি। কামাল হোসেন প্রতিদিন বইমেলায় যান আর পাঠকভক্তদের সাথে নিজের বই হাতে ধরে ছবি তুলে ফেসবুকে আপলোড করেন।
আজ মঙ্গলবার। এখন সকাল ১০টা বাজে। বারান্দায় এসে ফেসবুক ওপেন করলাম। লেখক কামাল হোসেনকে অনলাইনে দেখা যাচ্ছে। একটু আগে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘বইমেলায় আগামী তিন দিন থাকব না বিশেষ কারণে। আমি নিশ্চিত যারা আমার লেখার ভক্ত, তারা মেলায় আমি না থাকলেও আমার বইটি কিনবেন।’
কামাল হোসেনের এই স্ট্যাটাস পড়ে সিদ্ধান্ত নিলাম তার সাথে একটু ঠাট্টা করি। তাকে মেসেজ লিখলামÑ হাই লেখক সাহেব!
Ñজি। ভালো আছেন?
Ñআছি। একটু আগে আপনার স্ট্যাটাস পড়লাম।
Ñধন্যবাদ।
Ñআপনার বইটি কত নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে?
Ñ৪২০ নাম্বার।
Ñআমি কিন্তু এখন বইমেলাতে আছি। আপনার বইটি কিনব। তাই স্টল নাম্বার জানতে চাওয়া।
Ñআপনি এখন বইমেলায়?
Ñজি।
Ñমানে কী?
Ñকিসের মানে?
Ñএখন কয়টা বাজে জানেন তো?
Ñকেন? সকাল ১০টা।
Ñকিন্তু বইমেলা তো সকালবেলা খোলে না। প্রতিদিন বিকেলে বইমেলা বসে।
Ñইয়ে মানে...
Ñশুনুন, মিথ্যে বলে অযথা আমাকে খুশি করানোর চেষ্টা করবেন না। বইমেলা শুধু শুক্রবার সকাল থেকে খোলা হয়।
Ñসরি ভাইয়া।
লজ্জা পেয়ে অনলাইন থেকে বেরিয়ে এলাম। বইমেলা যে সকালবেলা বসে না, তা জানা ছিল না। না জেনে এভাবে ধরা খাবো কে জানত!
আবার অনলাইনে ঢুকে কামাল হোসেনকে মেসেজ দিলাম।
Ñভাইয়া কিছু মনে করবেন না। আমি লজ্জিত।
Ñওকে। নো প্রবলেম। আপনি এখন কোথায়?
Ñআজিমপুরে।
Ñআমি এই মুহূর্তে আপনার পাশে আছি। মানে নিউমার্কেটে আছি। চলে আসুন। দু’জন রেস্তোরাঁয় কিছু খাবো।
Ñওকে। আমি এখনই আসছি ভাইয়া।
একজন নন্দিত কথাসাহিত্যিক আমাকে নিউমার্কেটের রেস্তোরাঁয় কিছু খেতে প্রস্তাব দিয়েছেন, এর থেকে বড় সৌভাগ্য আর কী আছে জানি না! আমি যাবো এখন। অবশ্যই যাবো।
রিকশায় চেপে বসলাম। পথে জ্যাম ছিল না। তাই ১০ মিনিটে পৌঁছে গেলাম নিউমার্কেটে। কিন্তু এখানে এসে দেখি নিউমার্কেটের গেটে বিশাল তালা ঝুলছে। লেখক কামাল হোসেন ঢুকল কিভাবে! নাকি নন্দিত কথাসাহিত্যিক বলে তার ঢোকার অগ্রাধিকার আছে!
কামাল হোসেনকে অনলাইনে নক করলাম।
Ñআপনি কই? আমি তো নিউমার্কেটের গেটের সামনে। গেট বন্ধ।
Ñআজ কী বার?
Ñমঙ্গলবার।
Ñমঙ্গলবারে যে নিউমার্কেট বন্ধ থাকে জানেন না?
Ñকী বলছেন?
Ñহ্যাঁ।
Ñতাহলে মিথ্যে বলে আমাকে এখানে ডেকে এনেছেন কেন?
Ñআপনি মঙ্গলবারে সকালে বইমেলা খোলা পেয়ে আমার বই কিনতে চাইবার জন্য মিথ্যে বলেছেন যে কারণে, আমিও আপনাকে এখানে মিথ্যে বলে ডেকে এনেছি সে কারণে।
Ñইয়ে মানে...
Ñহ্যাঁ। আপনি আসলেই বোকা। হা হা হা।
ওপারে লেখক হাসছেন, এপারে আমি তাকিয়ে আছি নিউমার্কেটের গেটের তালার দিকে। মঙ্গলবার নিউমার্কেট বন্ধ থাকে জানি না। শুধু শুক্রবার ছাড়া বইমেলা সকালবেলা খোলা হয় না, তাও জানি না। জানি কী আমি! ধ্যাত। হ

 


আরো সংবাদ



premium cement