২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইউএস ওপেনে রেকর্ড পরিমাণ প্রাইজমানির ঘোষণা

- ছবি : সংগৃহীত

এ বছর ইউএস ওপেনে রেকর্ড ৬০.১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।

এর মধ্যে পুরুষ ও নারী বিভাগের সিঙ্গেলসের বিজয়ী প্রত্যেকে ২.৬ মিলিয়ন ডলার করে পাবে, রানার-আপ দুজনের প্রাপ্ত প্রাইজমানির তুলনায় যা প্রায় দ্বিগুণ।

গত বছর সব মিলিয়ে প্রাইজমানির পরিমাণ ছিল ৫৭.৫ মিলিয়ন ডলার। এবার প্রথম রাউন্ড থেকেই খেলোয়াড়দের প্রাপ্ত অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতায় নামা উভয় খেলোয়াড় পাবে ৮০ হাজার মার্কিন ডলার, দ্বিতীয় রাউন্ডে এর পরিমাণ দাঁড়াবে ১ লাখ ২১ হাজার ডলার। ২০১৬ সালের পর থেকে এর পরিমাণ যথাক্রমে ৮৫ শতাংশ ও ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডব্লিউটিএ ও এটিপি প্লেয়ার কাউন্সিলের সাথে আলোচনা করে ইউএসটিএ প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাছাইপর্বে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যে প্রায় ৬.২৫ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিতরণ করা হবে।

ডাবলসের বিজয়ী দল পাবে ৬ লাখ ৮৮ হাজার ডলার, রানার-আপ দলের প্রাপ্ত অর্থের তুলনায় যা দ্বিগুণ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement