১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কোভিড প্রটোকল মেনে এবার নিজেই সরে দাঁড়ালেন জকোভিচ

নোভাক জকোভিচ - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ সংক্রান্ত ভ্রমন আইন মেনে নিয়ে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি মাস্টার্স থেকে নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের সাবেক নাম্বার ওয়ান তারকা নোভাক জকোভিচ।

এখন পর্যন্ত করোনা প্রতিষেধক টিকা না নেয়া জকোভিচ এ প্রসঙ্গে টুইটারে বলেছেন, আমার এই নাম প্রত্যাহারের পিছনে ভ্যাকসিন না নেয়া বিদেশী নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের যে কোভিড-১৯ আইন রয়েছে সেটাই মূল কারণ।

জকোভিচ লিখেছেন, ‘আমি জানতাম আমার পক্ষে এই মুহূর্তে সকল আইন মেনে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া সম্ভব না। সেন্টার্স ফর ডিজাস্টার কন্ট্রোল (সিডিসি) নিশ্চিত করেছে, আইন কোনোভাবেই পরিবর্তিত হবে না। সে কারণেই আমার পক্ষে যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব নয়। বছরের অসাধারণ এই টুর্নামেন্ট দুটিতে যারা খেলছেন তাদের জন্য শুভ কামনা রইলো।’

যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধ অনুযায়ী গত প্রায় কয়েক সপ্তাহ ধরেই ঐতিহ্যবাহী এই দুটি এটিপি মাস্টার্স টুর্নামেন্টে জকোভিচের অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল। যদিও মঙ্গলবার মূল ড্র’তে ৩৪ বছর বয়সী, ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই সার্বিয়ানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এ সম্পর্কে টুর্নামেন্ট প্রধান মঙ্গলবার বলেছিলেন, টুর্নামেন্টের এন্ট্রি তালিকায় জকোভিচের নাম আছে। আমরা বর্তমানে তার দলের সাথে যোগাযোগ রাখছি। যদিও এখনো নিশ্চিত নয় সিডিসি আদৌ তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিবে কিনা।

ইন্ডিয়ান ওয়েলসে এর আগে পাঁচবার শিরোপা জয় করেছেন জকোভিচ। আয়োজকরা জানিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে খেলতে হলে প্রতিটি খেলোয়াড়কে অবশ্যই দুই ডোজ টিকা নেয়া থাকতে হবে। একই কারণে জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেয়া হয়নি সার্বিয়ান এই তারকাকে। ইন্ডিয়ান ওয়েলস আয়োজক সূত্র জানিয়েছে, জকোভিচের স্থানে মূল ড্র’তে গ্রিগর দিমিত্রভকে নেয়া হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল