২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফ্রেঞ্চ ওপেনও কি অনিশ্চিত হয়ে গেল জোকোভিচের?

সার্বিয়ার নোভাক জোকোভিচ আইফেল টাওয়ারের সামনে ট্রফি হাতে - ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে নিজের শিরোপা রক্ষার লড়াইয়ে খেলতে না পারার পর, এবার ফ্রেঞ্চ ওপেনেও বাধা হয়ে দাঁড়াতে পারে জোকোভিচের টিকা গ্রহণের অনাগ্রহ। মাত্র দু দিন আগেই, গত রোববার (১৬ জানুয়ারি), টিকা নেয়া না থাকার কারণে অস্ট্রেলিয়া থেকে সার্বিয়ায় ফিরে যেতে হয় জোকোভিচকে।

মে মাসের শেষের দিকে শুরু হতে যাচ্ছে ফ্রেঞ্চ ওপেন টেনিস প্রতিযোগিতা। টেনিস জগতে সেটি এ বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। তবে ফ্রান্সের কর্মকর্তারা বলেছেন যে, খেলার ভেন্যুতে প্রবেশে, টিকার বাধ্যবাধকতা থেকে কাউকেই রেহাই দেয়া হবে না।

ফ্রান্সের পার্লামেন্টের সদস্য ক্রিসটোফার ক্যাসটেনার বলেন যে, নতুন একটি আইন করা হচ্ছে, যার ফলে টিকা গ্রহণ ছাড়া খেলার ভেন্যু, রেস্টুরেন্ট ও অন্য পাবলিক স্থানে যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ফ্রেঞ্চ ওপেনে খেলতে আগ্রহী যে কাউকেই, এই আইন অবশ্যই মানতে হবে। এর মাধ্যমে টুর্নামেন্টটিকে ঘিরে, কোভিডের একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চায় ফ্রান্সের কর্তৃপক্ষ।

ফ্রান্সের ক্রীড়া মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, একবার আইনটি বাস্তবায়ন করা হলে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত, কাউকেই সেই নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হবে না।

এর ফলে এমন সম্ভাবনা তৈরি হয়েছে যে, জোকোভিচের জন্য এ বছর অস্ট্রেলিয়ান ওপেন-ই হয়ত শেষ এমন টুর্নামেন্ট নয়, যেখানে টিকা গ্রহণ না করার কারণে তিনি খেলতে পারবেন না। সার্বিয়ার এই টেনিস তারকার টিকা বিরোধী মনোভাবের কারণে, ক্রমেই তিনি টিকা বিরোধীদের একধরনের আদর্শে পরিণত হচ্ছেন।

জোকোভিচের গত বছরের ১৬ ডিসেম্বর করোনা সংক্রমণ শনাক্ত হয়। সেই পরীক্ষার ফলাফল তিনি ১৭ ডিসেম্বর দিনের শেষভাগে পান। কিন্তু এরপরও তিনি তার পরদিন, ল্য’ইক্যুইপ পত্রিকার সাথে আগে থেকেই ঠিক হয়ে থাকা একটি সাক্ষাৎকারে অংশ নেন। পরে অবশ্য তিনি তার এমন আচরণকে বিবেচনার “ভুল” হিসেবে স্বীকার করেন।

বর্তমানে বিশ্বের ১০০ জন সেরা টেনিস খেলোয়াড়দের ৯৫ শতাংশই কোভিডের টিকা নিয়েছেন। দুইজন পুরুষ খেলোয়াড়, যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রেন ও ফ্রান্সের পিয়ের হিউগুয়েস হারবার্ট, টিকা নেওয়া না থাকায় বছরের প্রথম টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করেননি।


আরো সংবাদ



premium cement
টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী! 

সকল