২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

ফেদেরারকে স্পর্শ করতে পারবেন নাদাল?

ফেদেরারকে স্পর্শ করতে পারবেন নাদাল? - ছবি : সংগৃহীত

এবার হয়তো হয়েও যেতে পারে। কারণ নিজ ঘরে টুর্নামেন্ট। রোলাঁ গারোঁ মানেই নাদালের আধিপত্য। আর মাত্র দুটি ধাপ। আর তাতেই পুরুষ এককে রজার ফেদেরারের সর্বোচ্চ ২০ গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করবেন ফ্রেঞ্চ টেনিস তারকা নাদাল। সে লক্ষ্যে ভালোমতোই আগাচ্ছেন তিনি। ইতোমধ্যে ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন নাদাল।

বুধবার কোয়ার্টার ফাইনালে নাদাল পরাস্ত করেছেন ইতালির ইয়ানিক সিনারকে। যদিও প্রথম সেটটি গড়িয়েছিল টাইব্রেকারে। কিন্তু শেষ পর্যন্ত জয় আসে নাদালের। পরের দুটি সেট অনায়াসেই পার করেন তিনি। ফলে তিন সেটে নাদালের জয় ৭-৬ (৭-৪), ৬-৪, ৬-১ গেমে।

ফরাসি ওপেনে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন নাদাল সেমিতে মোকাবিলা করবেন আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমান। আর্জেন্টাইন প্রতিপক্ষ আতঙ্ক ছড়াচ্ছেন পুরোদমে। কারণ গত মাসে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে শয়ার্টসমানের কাছে সরাসরি সেটে হেরেছিলেন নাদাল। তবে পরিসংখ্যান আবার আশ^স্ত করছে নাদালকে। কারণ ফরাসি ওপেনে সেমিফাইনালে উঠে কখনো হারেননি তিনি। সেই হিসাবে ফাইনালটা নাদালের জন্য এক প্রকার তুলে রাখাটাই অনুমেয়।

তবে মাঝে মধ্যে পরিসংখ্যান লিপিবদ্ধ থাকে শুধু বইয়েই। আর্জেন্টাইন শয়ার্টসমান যেভাবে সেমিতে উঠে এসেছেন, সে চিত্র বেশ বিস্ময়করই। কোয়ার্টার ফাইনালে এই আর্জেন্টাইন হারিয়েছেন অস্ট্রেয়িার ডমিনিক টিমকে। দুজনের লড়াই হয়েছিল প্রায় পাঁচ ঘন্টারও বেশি। শেষ পর্যন্ত শয়ার্টসমান শেষ হাসি হাসে ৭-৬ (৭-১), ৫-৭, ৬-৭ (৬-৮), ৭-৬ (৭-৫), ৬-২ গেমে জিতে। পাঁচ সেটের তিনটিই গড়িয়েছিলেন টাইব্রেকারে। ফলে ফাইনালে উঠার পথে এই আর্জেন্টাইন নাদালের গলার কাঁটা হয়েও বিঁধতে পারে।


আরো সংবাদ



premium cement
শিশুদের বিকাশে অটিজম অভিভাবকদের সচেতনতা ফরিদপুরে মন্দিরে আগুন : দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি নেতাদের মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির মিছিল বৃষ্টির জন্য দেশবাসীর প্রতি ইস্তিস্কার নামাজ আদায়ের আহ্বান আমিরে জামায়াতের সড়ক উন্নয়ন প্রকল্পে চুক্তি স্বাক্ষর করল তুর্কি, ইরাক, কাতার, সংযুক্ত আরব আমিরাত ঢাকায় ‘হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ‘আমার শিশু মেয়েটির যে সর্বনাশ সে করেছে’ বান্দরবানের ৩ উপজেলায় নির্বাচন স্থগিত চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে মুসুল্লিদের ঢল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী

সকল