২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

হতাশা ভুলে লড়াইয়ে ফিরতে চান জকোভিচ

হতাশা ভুলে লড়াইয়ে ফিরতে চান জকোভিচ - ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে ইতালিয়ান ওপেনে খেলতে নামছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে ইউএস ওপেন থেকে বহিস্কারের হতাশা ভুলে লড়াইয়ে ফিরে আসতে চান এই সার্বিয়ান তারকা। এ সম্পর্কে চারবারের ইতালিয়ান ওপেন বিজয়ী জকোভিচ বলেছেন, ‘ওই ঘটনার পরপরই আরেকটি টুর্নামেন্টে খেলতে পারাটা সৌভাগ্যের। কারণ যত দ্রুত সম্ভব আমি প্রতিযোগিতামূলক মানসিকতায় ফিরতে চেয়েছি। দুঃসহ ওই স্মৃতি ভোলার জন্য এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না।’

রোমে সপ্তাহের মাঝামাঝিতে কোর্টে নামবেন জকোভিচ। নিউ ইয়র্কে অসাবধানবশত হতাশা থেকে লাইন জাজ লরা ক্লার্ককে বল দিয়ে আঘাত করাটা ছিল নিছকই একটি দূর্ঘটনা। যে কারণে শেষ ১৬’র রাউন্ড থেকে তাকে বহিস্কার করা হয়েছিল। ৩৩ বছর বয়সী জকোভিচ বলেছেন, ‘অবশ্যই এই ধরনের একটি ঘটনা মেনে নেয়াটা আমার জন্য অত্যন্ত কঠিন। দুই দিন আমি পুরো হতাশাগ্রস্থ ছিলাম। ম্যাচের পর আমি লরার সাথে দেখাও করেছি। সে জানিয়েছে কোন বড় ধরনের ইনজুরি হয়নি, সে ভাল আছে। পুরো বিষয়টি ছিল একেবারেই অপ্রত্যাশিত। আইন এখানে স্পষ্ট, সে কারণেই আমি মেনে নিয়েছি। কিন্তু তারপরেও সবকিছুকে পিছনে ফেলে আমাকে এগিয়ে যেতে হবে। রোমে আমি আমার প্রথম সুযোগটা পেয়েছি।’


আরো সংবাদ



premium cement

সকল