২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হালেপকে বিদায় করলেন সেরেনা

-

শীর্ষ বাছাই রোমানিয়ার সিমোনা হালেপকে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিস থেকে বিদায় দিলেন ১৬তম বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ২-১ সেটের ব্যবধানে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোর ম্যাচে হালেপকে হারিয়ে দেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয় করা সেরেনা।

গত আসরের ফাইনালে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির কাছে হেরে যান হালেপ । তাই শিরোপার কাছে গিয়ে তাতে স্পর্শ করা হয়নি তার। গেলবারের দুঃখ এবার মোচন করার প্রত্যয় ছিলো তার। কিন্তু শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো হালেপকে। গেল আসরে অনুপস্থিত থাকা সেরেনার কাছে হার মানেন হালেপ।

সাতবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করা সেরেনা জয় দিয়ে ম্যাচে যাত্রা করেছিলেন। প্রথম সেট ৬-১ গেমে জিতে নেন তিনি। পিছিয়ে পড়লেও হাল ছেড়ে দেয়ার পাত্রী নন হালেপ। তাই দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে নেন তিনি। ফলে ম্যাচে সমতা ফিরে আসে। তাই তৃতীয় সেটটি রুপ নেয় ম্যাচ নির্ধারণীতে।

আর ওই সেটে জয় তুলে নেন সেরেনা। ৬-৪ গেমে জয় দিয়ে ম্যাচের ইতি টানেন তিনি। ১ ঘন্টা ৪৭ মিনিট সময়ে ম্যাচটির ইতি টানেন সেরেনা।

ম্যাচ শেষে আবেগ আপ্লুত হয়ে পড়া সেরেনা বলেন, ‘শীর্ষ বাছাই’র বিপক্ষে জিততে হলে অনেক বেশি ভালো খেলার প্রয়োজন পড়ে। আজ আমি সেই কাজটিই করেছি। নিজের খেলা নিয়ে আমি অনেক বেশি সন্তুষ্ট।’

ম্যাচ হেরে হতাশা প্রকাশ করলেন হালেপ। তিনি বলেন, ‘সেরেনা অনেক বেশি অভিজ্ঞ ও ভালো মানের খেলোয়াড়। তার বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। তবে এবার আমার ভালো সুযোগ ছিলো। কিন্তু আমি পুরোপুরি ব্যর্থ হলাম।’


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল