২৩ মার্চ ২০২৩, ০৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪
`

‘ওসমান’ ভক্তদের জন্য সুখবর, ফাইনাল দেখতে কাতারে অভিনেতা

‘ওসমান’ ভক্তদের জন্য সুখবর, ফাইনাল দেখতে কাতারে অভিনেতা - ছবি : সংগৃহীত

জনপ্রিয় তুর্কি সিরিজ দিরিলিস আর্তুগ্রুলের সিক্যুয়েল কুরুলুস ওসমানের কেন্দ্রীয় চরিত্র ‘ওসমান গাজি’ এখন কাতারে। আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ দেখতে রোববার তিনি দেশটিতে পৌঁছেছেন।

এদিন নিজের নিজের ইনস্টাগ্রাম একাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এ নিয়ে এক মাসের মধ্যে দুইবার কাতারে গেলেন তিনি।

এই অভিনেতার মূল নাম বোরাক ওজিফিত। কিন্তু সিরিজের চরিত্র ‘ওসমান গাজি কিংবা কারা ওসমান’ নামেই ভক্তদের কাছে তিনি বেশি পরিচিতি পেয়েছেন।

বোরাক ওজিফিত ইনস্টাগ্রামে লিখেছেন, তিনি স্থানীয় সময় রোববার দুপুর ২টার দিকে কাতারের কাতারা কালচারাল ভিলেজে গিয়ে পৌঁছেছেন। সেখানে তিনি ভক্তদের সাথেও সাক্ষাৎ করবেন।

বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের নানা প্রান্তের মানুষে এখন মুখরিত কাতার। তাদের মধ্যে অসংখ্য মানুষ তার ভক্তও আছেন। এজন্য তাদের জন্য এটি বড় সুখবর যে, তারা ইচ্ছা করলে প্রিয় অভিনেতার সাথে সাক্ষাতে মিলিত হতে পারছেন কাতারে।


আরো সংবাদ


premium cement