১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

হানিফ সংকেতের ফলোয়ার এখন এক কোটি

‘ইত্যাদি’র উপস্থাপনা করে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পেয়েছেন হানিফ সংকেত। - ছবি : ফেসবুক

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপনা করে দর্শকপ্রিয়তা পাওয়া হানিফ সংকেতের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফলোয়ার সংখ্যা এখন এক কোটি।

সোশ্যাল মিডিয়ায় এই যুগে ফেসবুকে বেশ সরব এ তারকা উপস্থাপকের পেজটি বেশ আগেই ফেসবুক কর্তৃপক্ষ ব্লু ব্যাজ দিয়েছে। ৩০ সেপ্টেম্বর এই পেজে তার ফলোয়ার বা অনুসারীর সংখ্যা ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটির মাইলফলক স্পর্শ করে।

এই মাইলফলক অর্জনের পর হানিফ সংকেত তার অনুসারীদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় কোটি হৃদয়েরও বেশি মানুষ দেশ বা বিদেশ, যে যেখান থেকে প্রাণ স্পর্শে-আনন্দ হর্ষে-সৎ আদর্শে-চিন্তার উৎকর্ষে-ভালোবেসে আমাদের এই ফেসবুক পেজে সহযাত্রী হয়েছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনাদের ভালোবাসায় আমরা ধন্য। শুভ কামনা সবার জন্য। ’

হানিফ সংকেত ১৯৮৯ সালে বিটিভিতে ‘ইত্যাদি’ অনুষ্ঠান শুরু করে। এখনো ধারাবাহিকভাবে প্রতি মাসে একটি পর্ব প্রচার হচ্ছে। পাশাপাশি লেখক ও নাট্যনির্মাতা হিসেবেও হানিফ সংকেত পরিচিত।


আরো সংবাদ



premium cement