১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সেই প্রভা এবার কণ্ঠশিল্পী

সেই প্রভা এবার কণ্ঠশিল্পী - ছবি : সংগৃহীত

শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। তবে সাদিয়া জাহান প্রভা অভিনয়ের জন্যই বেশি পরিচিত দর্শকদের কাছে। টিআরপিতে প্রথম দিকে থাকা অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। এবার নামের পাশে যুক্ত হচ্ছে আরো একটি বিশেষণ। সেটা হলো কণ্ঠশিল্পী।

মূলত মায়ের ইচ্ছে পূরণের জন্যই প্রভার এই সিদ্ধান্ত। ছোট্ট প্রভাকে গানের তালিম নিতে বসিয়ে ছিলেন মা। কিন্তু গানে আগ্রহ ছিল না প্রভার, তালিমে বসে ফাঁকি দিতেন। এক সময় হয়ে উঠলেন অভিনয়শিল্পী।

এ জগতে তুমুল জনপ্রিয়তা পেলেও মায়ের সেই ইচ্ছেটা অপূরণীয়ই ছিলো। তাই এবার কণ্ঠে গান তুলে নিলেন প্রভা। গাইলেন প্রিয় শিল্পী মৌসুমী ভৌমিকের গাওয়া ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি। এবং অবশ্যই সেটা মাকে খুশি করতে।

সপ্তাহখানেকের মধ্যে গানটি প্রভার নিজের ইউটিউবে মুক্তি পাবে। নতুন করে গানটির কম্পোজে করেছেন গায়ক ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল।

নিজের এই কণ্ঠশিল্পী হয়ে ওঠা প্রসঙ্গে প্রভা বলেন, ‘ইমরান ও আমি খুব ভালো বন্ধু। একসাথে আড্ডা দিই। এ রকম আড্ডায় গুনগুন করে গান গাইবার স্বভাব আমার। তো একদিন আমার গান শুনে ইমরান বলল, চল দোস্ত, তোর গান রেকর্ড করি। এভাবেই গানটিতে কণ্ঠ দেয়া। তিন মাস আগে ইমরানের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিই। আম্মু গানটা শোনার পর খুশি হয়ে বাবাকেও শুনিয়েছেন। বিষয়টা আমার খুব ভালো লেগেছে।’

এ গানের ভিডিওচিত্রও তৈরি করা হয়েছে বলে জানালেন প্রভা। বললেন, ‘কক্সবাজারে গানের ভিডিও চিত্র তৈরি হয়েছে। ভিডিওতে আমার সাথে আছেন অভিনেতা সজল।’

দেখুন:

আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল