১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`
রিমান্ড ও জামিন নামঞ্জুর

অভিনেত্রী স্বর্ণাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

রোমানা ইসলাম স্বর্ণা - ছবি : সংগৃহীত

প্রতারণার অভিযোগে সৌদি প্রবাসী সাবেক স্বামীর করা মামলায় মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে এক দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

শুক্রবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদ আক্তার উভয়পক্ষের আবেদন নামঞ্জুর করে এই নির্দেশ দেন।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে আদালতে তোলেন মোহাম্মদপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম খান। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য স্বর্ণাকে পাঁচ দিনের রিমান্ডে চায় পুলিশ।

অন্য দিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেয়।

মামলার বরাত দিয়ে মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, সৌদি প্রবাসী কামরুল হাসানের সাথে ২০১৮ সালে অভিনেত্রী স্বর্ণার পরিচয় হয়। পরে ফেসবুকে তাদের কথোপকথন হতো। এই সূত্রে ২০১৯ সালের মার্চে বিয়ে করেন তারা। বিয়ের পর কামরুল সৌদি আরবে চলে যান। এরপর গাড়ি, ব্যবসা ও ফ্ল্যাট কেনাসহ নানা অজুহাতে কামরুল হাসানের কাছ থেকে এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা নিয়েছেন স্বর্ণা।

সম্প্রতি দেশে ফিরে স্বর্ণার বাসায় যান স্বামী কামরুল হাসান। এ সময় স্বর্ণা জানিয়ে দেন, তাকে অনেক আগেই তিনি তালাক দিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেয়া হয়।

এমন অভিযোগ করে কামরুল হাসান বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় অভিনেত্রী স্বর্ণার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে (৪০) গ্রেফতার করা বলে জানান মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ।

এ মামলার আরো আসামি করা হয়েছে আশরাফি ইসলাম শেইলী (৬০), নাহিদ হাসান রেমি (৩৬), আন্নাফি (২০), ফারহা আহম্মেদ (৩০) ও নাম পরিচয়হীন এক যুবককে (৩৭)।


আরো সংবাদ



premium cement
ফেনীতে ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত মিয়ানমারে বিদ্রোহীদের দখলে তিন শ’র বেশি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার প্রথম বছরেই ব্র্যান্ড ফোরাম পুরস্কার পেল রিচ্যাবল

সকল