২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

তুর্কি সিরিজ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমেরিকান নারী

‘দিরিলিস : এরতুগ্রুল’ দেখে মুসলমান হয়েছেন আমেরিকান নারী - ছবি : সংগৃহীত

তুরস্কের জনপ্রিয় টিভি সিরিজ ‘দিরিলিস : এরতুগ্রুল’ দেখে প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ৬০ বছর বয়সী এক আমেরিকান নারী।

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা ওই নারী ধর্মান্তরিত হওয়ার পর তার নাম পরিবর্তন করে রেখেছেন ‘খাদিজা’। তিনি তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, নেটফ্লিক্স ব্রাউজ করার সময় ‘দিরিলিস : এরতুগ্রুল’ সিরিজটি তিনি খুঁজে পান।

খাদিজা বলেন, ‘আমি এটি দেখা শুরু করি। সিরিয়ালটির কিছু পর্ব দেখার পর আমার ইসলাম ধর্মের প্রতি আগ্রহ তৈরি হয়। সিরিজটিতে যে ইতিহাস নিয়ে বলা হয়েছে সেটি সম্বন্ধে আমি কিছুই জানতাম না। আল্লাহ, ইসলাম, শান্তি, ন্যায়বিচার ও শোষিতদের সাহায্যের বিষয়গুলো আমার দৃষ্টি আকর্ষণ করে এবং আমি সিরিজগুলোর সাথে আরো যুক্ত হই।’

তিনি জোর দিয়ে বলেন, ‘সিরিয়ালে মুহিউদ্দিন ইবনে আরবীর সংলাপগুলোর মধ্যে তিনি তার জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন। ওই সংলাপগুলো তাকে অনেক ভাবিয়েছে এবং তিনি মাঝে মাঝে কেঁদে ফেলতেন।’

তিনি আরো বলেন, ‘ওই সিরিজ আমাকে এতোটাই আকৃষ্ট করেছে যে আমি ইতোমেধ্যে সিরিজটি চারবার দেখে শেষ করে ফেলেছি এবং পঞ্চমবারের মতো দেখা শুরু করেছি। আমি এ বিষয়ে ইন্টারনেটে ছবি খুঁজেছি এবং আরো অনেক কিছু জানতে পেরেছি। এই সিরিজটি ইসলাম গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সৌভাগ্যবশত সিরিজটি আমার চোখ খুলে দিয়েছে এবং আমি ইসলামকে চিনতে পেরেছি।’

তিনি একজন ব্যাপস্টিক ক্যাথলিক থাকাকালীন ধর্ম নিয়ে তার মাথায় সেসব প্রশ্ন ঘুরত তিনি সেই সব প্রশ্নের উত্তর পান। শেষে তিনি ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

এরপর তিনি ইংরেজিতে পবিত্র কুরআন পড়েন এবং ইসলাম সম্বন্ধে আরো বেশি জানতে পারেন। তার ধর্মান্তরের প্রক্রিয়া বর্ণনায় তিনি জানান, তারপরই তিনি মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

‘আমি নিশ্চিত ইসলাম ধর্মের সবকিছুতে আমি এখন বিশ্বাস করি। আমি যখন এটি নিয়ে অনলাইনে ঘেঁটে দেখি তখন জানতে পারি আমার এলাকায় একটি মাত্র ছোট্ট মসজিদ রয়েছে। আমি সেখানে গিয়ে দেখেছি ওখানে সকল মুসলিম দয়ালু।’

এরপর কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে তিনি ইসলামের প্রতি আস্থা ও বিশ্বাসের ঘোষণা দেন ও নিজের জন্য খাদিজা নামটি বেছে নেন।

খাদিজা ছয় সন্তানের মা। তিনি লক্ষ করেছেন তার পরিবারের সদস্যরাও তুর্কি সিরিজ ও অনুষ্ঠানগুলো দেখে। অবশেষে তিনি অনুধাবন করেছেন তার ছোট ছেলেটিও মুসলিম হয়েছে।

মুসলিমদের গেম অফ থ্রোন নামে পরিচিত ‘দিরিলিস : এরতুগ্রুল’ সিরিজটিতে ১৩ শতকে আনাতলিয়ায় উসমানীয়া সাম্রাজ্য প্রতিষ্ঠার ঘটনা বর্ণিত হয়েছে। সিরিজটিতে সাম্রাজ্যের প্রথম নেতা এরতুগ্রুল গাজীর জীবনসংগ্রাম দেখানো হয়েছে।

সূত্র : ইয়েনি সাফাক


আরো সংবাদ



premium cement
জামালপুরে হিট স্ট্রোকে মরিচ ব্যবসায়ীর মৃত্যু প্রধানমন্ত্রী ৬ দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন রায়গঞ্জে পাটভর্তি ট্রাকে আগুন জামালপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ ছোট দেশ কাতার অর্থনীতি ও কূটনীতিতে যেভাবে এত এগোল আশুলিয়ায় ছিনতাইকারীর হামলায় আহত নারীর মৃত্যু ‘মুসলিমদের সম্পদ পুনর্বণ্টন’ অভিযোগ মোদির, এফআইআর সিপিএমের প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিখ্যাত চালকবিহীনবিমানের আবিষ্কারক কটিয়াদীতে আসছেন গাজার গণকবরের ‘বিশ্বাসযোগ্য ও স্বাধীন’ তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের

সকল