১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

টিকটক বন্ধের নিষেধাজ্ঞা তুলে নিলেন বাইডেন

-

চীনভিত্তিক সোশ্যাল মিডিয়া টিকটক ও উইচ্যাট বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক নির্বাহী আদেশে ওই নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও বাইডেনের নির্বাহী আদেশের পরও পুরোপুরি মুক্তি মিলছে না টিকটক ও উইচ্যাটের। প্রতিষ্ঠান দুটির ব্যাপারে তদন্ত অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে নতুন এক নির্দেশনায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই নির্দেশনায় টিকটক ও উইচ্যাটের ব্যাপারে নিরাপত্তা রিভিউ করতে বলা হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক লেনদেন বিষয়ে পৃথক সরকারি প্যানেলের পর্যালোচনার সম্মুখীন হবে টিকটক। যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটিরও বেশি।
বিভিন্ন ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা দুই মেরুতে অবস্থান করলেও বেইজিংয়ের উত্থান ঠেকাতে একমত তারা। মার্কিন অর্থনীতিতে চীনের প্রভাবকে শুধু বিশ্বের বৃহত্তম অর্থনীতির জন্যই হুমকি নয় বরং গণতন্ত্রের জন্যও হুমকি হিসেবে দেখছেন বাইডেন। চীনকে ঠেকাতে ট্রাম্প প্রশাসন যে পদক্ষেপ নিয়েছিল তার অনেকই চালু রেখেছে বাইডেন প্রশাসন। এমনকি কিছু ক্ষেত্রে পূর্বসূরির চেয়ে আরো কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে। যেমন গত সপ্তাহে চীনের কিছু প্রতিরক্ষা ও নজরদারি সামগ্রী নির্মাতা কোম্পানিতে মার্কিন নাগরিকদের বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করেছে।


আরো সংবাদ



premium cement