২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ফ্রান্স পুলিশের ড্রোন ব্যবহার নিষিদ্ধ

-

প্যারিসের গণপ্রতিবাদ নজরদারিতে পুলিশের ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত। এর আগে প্রতিবাদ নজরদারিতে ড্রোনের ব্যবহার নিয়ে অভিযোগ তুলেছিলেন গোপনতা বিষয়ে অধিকার কর্মীরা। এবার তাদের পক্ষেই রায় দিয়েছেন আদালত।
ফ্রান্সের কাউন্সিল অফ স্টেট জানিয়েছে, প্যারিস পুলিশ প্রধান দিদিয়ের লালেমেন্তের উচিত ‘অবিলম্বে’ জনগণের চলাচলের রাস্তায় মানুষের ভিড়ে ড্রোন নজরদারি বন্ধ করা। পুলিশি ড্রোন ব্যবহারসহ আরো বেশ কিছু বিষয় নিয়ে একটি বিতর্কিত নিরাপত্তা বিল নিয়ে আলোচনা চালাচ্ছে ফরাসি পার্লামেন্ট। এরই মধ্যে এমন সিদ্ধান্ত দিয়েছে কাউন্সিল অ স্টেট।
রায়ে কাউন্সিল অফ স্টেট বলেছে, লিখিত অনুমোদন এবং ড্রোনের ব্যবহার ঠিক করে না দিলে, ড্রোনের বৈধতা নিয়ে গুরুতর শঙ্কা থাকে। প্যারিস কর্তৃপক্ষের ড্রোন পরিকল্পনায় কয়েক মাসের মধ্যে দ্বিতীয় বাধা আদালতের এই সিদ্ধান্ত। মে মাসে একই আদালত রায় দিয়েছিল যে, ফ্রান্সের কঠোর লকডাউন আইন অমান্যকারী ব্যক্তির নজরদারিতে রাজধানীতে ড্রোন ব্যবহার করা যাবে না।


আরো সংবাদ



premium cement